IGM Kolkata Recruitment 2022: রাজ্যের এই কেন্দ্রীয় সরকারি দফতরে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
Central Government Job: ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ নভেম্বর অবধি আবেদনপত্র গ্রহণ করা হবে।
কলকাতা: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ। এবার কেন্দ্রীয় সরকারের অধীনে মিন্টে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হল। জানা গিয়েছে, কলকাতায় মিন্টের দফতরেই কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র টেকনিশিয়ান, ল্যব টেকনিশিয়ান সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। গত অক্টোবরেই এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ নভেম্বর অবধি আবেদন করা যাবে।
মিন্টের তরফে জানানো হয়েছে, কলকাতার অফিসেই কর্মী নিয়োগ করা হবে। মোট ১৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, অনলাইন পরীক্ষার মাধ্যমে মিন্টে কর্মী নিয়োগ করা হবে। মোট ১২৫ নম্বরের পরীক্ষা হবে। ভুল উত্তরের ক্ষেত্রে কোনও নেগেটিভ মার্কিং বা নম্বর কাটা হবে না। মোট ১২০ মিনিটের পরীক্ষা হবে।
আবেদনের শেষ তারিখ-
ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ নভেম্বর অবধি আবেদনপত্র গ্রহণ করা হবে।
শূন্যপদের সংখ্যা-
মোট ১৯টি শূন্যপদ রয়েছে। এরমধ্যে- জুনিয়র টেকনিশিয়ান টার্নার (সিএনসি অপারেটর)- ৩ টি শূন্যপদ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান (মেকানিস্ট)- ২টি শূন্যপদ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান (ফার্নেসম্যান)- ১টি শূন্যপদ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডার)- ১টি শূন্যপদ রয়েছে। জুনিয়র টেকনিশায়ন (মেকানিক্যাল)- মোট ২টি শূন্যপদ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) – ১টি শূন্যপদ রয়েছে। ল্যাব অ্যাসিস্টেন্ট- মোট ৪টি শূন্যপদ রয়েছে। সাব-স্টেশন অপারেটর- মোট ৩টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
জুনিয়র টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন, তাদের অবশ্যই কোনও সরকার স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে ভারত সরকারের মিন্ট ওয়েবসাইটে- igmkolkata.spmcil.com-এ যেতে হবে।
- এরপরে হোমপেজে কেরিয়ার অপশনে যেতে হবে।
- এবার অ্য়াপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে।
- এবার একটি নতুন উইন্ডো খুলে যাবে। তাতে নিজের নাম, ইমেইল আইডি ও অন্যান্য নথি দিয়ে রেজিস্টার করতে হবে।