Income Tax Recruitment: আয়কর দফতরে একাধিক পদে নিয়োগ, দেখে নিন বিস্তারিত
ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্স পদে ১৪টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য বেতন ৪৪,৯০০ থেকে ১ ,৪২,০০০ টাকা। স্টেনোগ্রাফার হিসাবে ১৮ জনকে নেওয়া হবে। ট্যাক্স অ্যাসিট্যান্ট হিসাবে ১১৯ জনকে নিয়োগ করা হবে। এই দুই পদে বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
মুম্বই: নিয়োগ করা হবে আয়কর দফতরে। মুম্বইয়ে অবস্থিত আয়কর দফতরের অফিস অব দ্য প্রিন্সিাপাল চিফ কমিশনার অব ইন্ডিয়ায় নিয়োগ করা হবে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড-২, ক্যান্টিন অ্যাটেড্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে মোট ২৯১ জনকে নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কোন বিভাগে কত জন, কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার প্রয়োজন তা উল্লেখিত হয়েছে।
ইন্সপেক্টর অব ইনকাম ট্যাক্স পদে ১৪টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য বেতন ৪৪,৯০০ থেকে ১ ,৪২,০০০ টাকা। স্টেনোগ্রাফার হিসাবে ১৮ জনকে নেওয়া হবে। ট্যাক্স অ্যাসিট্যান্ট হিসাবে ১১৯ জনকে নিয়োগ করা হবে। এই দুই পদে বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে ১৩৭ জন এবং ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট হিসাবে ৩ জনকে নিয়োগ করা হবে। এই দুই পদের বেতন কাঠামো ১৮,০০০-৫৬,৯০০ টাকা। এই সব পদে আবেদনের জন্য বস হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর পদে আবেদনের জন্য স্নাতক পাশ করতে হবে। বাকি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশই যথেষ্ট।
পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। সেই পরীক্ষা বা ইন্টারভিউ কখন, কোথায় হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে। এই পদের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তা চলবে ২০২৪ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।