Recruitment News: আগামী দেড় মাসে ৭৫ হাজার নিয়োগ, বড় ঘোষণা করল এই সংস্থা
Recruitment News: সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাস জুড়ে উৎসবের মরশুম রয়েছে, তাই পণ্য পরিবহন বাড়ানো হবে অনেকটাই।
নয়া দিল্লি: বিশ্বের একাধিক বড় তথ্য ও প্রযুক্তি সংস্থা থেকে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে। এরই মধ্যে সুখবর দিল ভারতীয় এক সংস্থা। ‘ডেলহিভারি’ নামে ওই সংস্থায় প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আগামী দেড় মাসের মধ্যে নিয়োগ বাড়বে অনেকটাই। এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহন করাই মূলত এই সংস্থার কাজ। সেই ‘ডেলহিভারি’ ঘোষণা করেছে আগামী দেড় মাসের মধ্যে ৭৫ হাজার কর্মী নিয়োগ করবে তারা। প্রতিদিন অন্তত ১৫ লক্ষ পার্সেল যাতে পৌঁছে দেওয়া যায়, সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সামনেই গনেশ পুজো থেকে শুরু হচ্ছে উৎসবের মরশুম। দুর্গোৎসব, দশেরার, দীপাবলির মতো উৎসব রয়েছে পরপর। পণ্যের চাহিদাও বাড়বে অনেক। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ওই সংস্থার অটোমেটেড পার্সেল হাব চালু হয়ে যাচ্ছে এ বছরই। টাউরু-তে ওই হাবে পণ্য পরিবহনের কাজ আরও সহজ করা হয়েছে।
পণ্য পরিবহন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। সব মিলিয়ে নতুন করে প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগ করছে ওই সংস্থা। সংস্থার তরফ থেকে লাস্ট মাইল এজেন্ট নামে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। তাতে কাজ দেওয়া হয়েছে পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত কর্মীদেরও। ওই উদ্যোগে ৫০ হাজার নিয়োগের কথা জানানো হয়েছে। আরও ১৫ হাজার নিয়োগ হবে বলে জানিয়েছে এই সংস্থা।
যাঁদের বাইক আছে তাঁদের অনেককেই এই সংস্থায় নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এবার থেকে ট্রাক মালিকদেরও সংস্থার সঙ্গে যুক্ত করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে সংস্থা ট্রাকের সংখ্যা অন্তত ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে।মূলত ই কমার্স সংস্থাগুলি থেকে পণ্য পৌঁছে দেওয়ার কাজ করে এই সংস্থা। ২০১১ সালে গুরগাঁওতে এই সংস্থা শুরু হয়। তারপর ক্রমশ বিনিয়োগ বেড়েছে। বর্তমানে পরিধি অনেকটাই বেড়েছে এই সংস্থার।