IIBF Recruitment 2022: মাসিক বেতন ১ লক্ষ টাকা, সরকার স্বীকৃত এই সংস্থায় আবেদন করুন এখনই…
IIBF Recruitment 2022: নির্দেশিকা প্রকাশের সময় আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছিল ৩০ নভেম্বর। পরে আবেদন জানানোর শেষ তারিখ বাড়িয়ে ৪ ডিসেম্বর করা হয়েছে।
কলকাতা: রাজ্যে তৈরি হচ্ছে একাধিক কর্মসংস্থানের সুযোগ। এবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সের তরফে কর্মীনিয়োগের কথা ঘোষণা করা হল। চুক্তির ভিত্তিতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.iibf.org.in – এ লগ ইন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
শূন্যপদ–
কলকাতায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সের প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
- ফ্যাকাল্টি সদস্য পদেও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
- ডেপুটি ডিরেক্টর (অ্যাকাউন্টস)- পদেও কর্মী নিয়োগ করা হবে।
- অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ইনফরমেশন টেকনোলজি) পদেও কর্মী নিয়োগ করা হবে।
- অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (অ্যাকাডেমিক্স) পদে কর্মী নিয়োগ করা হবে।
- জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ-
নির্দেশিকা প্রকাশের সময় আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছিল ৩০ নভেম্বর। পরে আবেদন জানানোর শেষ তারিখ বাড়িয়ে ৪ ডিসেম্বর করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই স্নাতকোত্তর , এমবিএ পাশ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ হতে হবে।
অভিজ্ঞতা-
কোনও ব্য়াঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স ৫৫ বছর থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন–
এই পদে মাসিক বেতন দেওয়া হবে ১ লক্ষ টাকা। এছাড়া বার্ষিক ৬ হাজার টাকা ইনক্রিমেন্টও দেওয়া হবে।