WB Govt Recruitment 2022: ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই বস্ত্র শিল্প দফতরে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই…
WB Govt Recruitment 2022: এই পদে আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ হবে।
কলকাতা: রাজ্য়ে ফের তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। এবার পশ্চিমবঙ্গ বস্ত্র শিল্প দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বস্ত্র শিল্প দফতরে একাধিক শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির আরও একটি সুবিধা হল এর জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানার জন্য পশ্চিমবঙ্গ বস্ত্র শিল্প দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://www.westbengalhandloom.org – এ ক্লিক করতে পারেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
সংস্থার নাম– ডিরেক্টরেট অব টেক্সটাইল
শূন্যপদ-
ক্লাস্টার ডেভেলপমেন্ট একজিকিউটিভ -মোট তিনটি শূন্যপদ রয়েছে।
মাস্টারস ট্রেনার – মোট তিনটি শূন্যপদ রয়েছে।
হেল্পার- মোট তিনটি শূন্যপদ রয়েছে।
বেতন-
এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ১৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৩৫ হাজার টাকা।
বয়সসীমা-
মাস্টার্স ট্রেনার ও হেল্পার পদে যারা আবেদন করবেন, তাদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজিকিউটিভ পদে যারা আবেদন করবেন, তাদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া-
এই পদে আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ হবে।
ঠিকানা-
ডিরেক্টরেট অব টেক্সটাইল, সপ্তম তল, এনএস বিল্ডিং, এ ব্লক, কে এস রায় রোড, কলকাতা- ৭০০০০১
প্রয়োজনীয় নথি-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার জাতি শংসাপত্র
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র