Indian Navy 2022: Indian Navy-তে অফিসার পদে নিয়োগ, বেতন অনেক, জেনে নিন আবেদন পদ্ধতি

এই নিয়োগের মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনের অফিসার পদে ২১২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Indian Navy 2022: Indian Navy-তে অফিসার পদে নিয়োগ, বেতন অনেক, জেনে নিন আবেদন পদ্ধতি
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 9:00 AM

নয়া দিল্লি: অনেকেই ছোটবেলা থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এসএসসি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, joinindiannavy.gov.in এই ওয়েবসাইট থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। ২১ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ নভেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে।

এই নিয়োগের মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনের অফিসার পদে ২১২টি শূন্যপদে নিয়োগ করা হবে। জুন ২০২৩ থেকে নিয়োগ প্রার্থীরা কাজে যোগ দিতে পারবেন। বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারনেন না।

শূন্যপদের বিন্যাস

সাধারণ পরিষেবা/ হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ

এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ

নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ

পাইলট: ২৫টি পদ

লজিস্টিকস: ২০টি পদ

শিক্ষা: ১২টি পদ

ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ

বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ

নেভাল কনস্ট্রাক্টর: ১৪টি পদ

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে নির্ণায়ক যোগ্যতার যে মাপকাঠি দেওয়া রয়েছে, তার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।