Job Hiring: উৎসবের মরশুমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, ১০ শতাংশ অবধি বাড়বে নিয়োগ

IT Sector: , চলতি অর্থবর্ষে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির নেট প্রফিট বা লাভ ৩ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর, প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি সহ একাধিক কারণেই সংস্থাগুলি লাভের মুখ দেখছে। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন কর্মীর চাহিদা আরও বাড়তে পারে।

Job Hiring: উৎসবের মরশুমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, ১০ শতাংশ অবধি বাড়বে নিয়োগ
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 8:04 AM

নয়া দিল্লি: উৎসবের মরশুমেই মিলল সুখবর। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ খবর। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে। প্রায় ৮ থেকে ১০ শতাংশ অবধি নতুন কর্মী নিয়োগ করা হবে। চাকরির সুযোগ পাবেন নবাগতরাই।

গত বছরের শুরু থেকেই বৈশ্বিক অর্থনীতিতে মন্দার প্রভাব পড়ে। আয় কমতেই বড় বড় সংস্থাগুলি কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। এর বদলে জোর দেওয়া হয় ডিজিটাইজেশন ও প্রযুক্তিগত উন্নতিতে। তবে আর্থিক স্থিতাবস্থা কিছুটা ফিরতেই আবার কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি।

সম্প্রতিই একটি সমীক্ষায় দেখা যায়, চলতি অর্থবর্ষে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির নেট প্রফিট বা লাভ ৩ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর, প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি সহ একাধিক কারণেই সংস্থাগুলি লাভের মুখ দেখছে। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন কর্মীর চাহিদা আরও বাড়তে পারে। আর সেই চাহিদা পূরণ করতেই পাল্লা দিয়ে কর্মী নিয়োগ হবে।

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বিশ্লেষণ করে দেখা গিয়েছিল, বিভিন্ন নামকরা আইটি সংস্থাগুলি একধাক্কায় অনেকটাই কর্মী সংখ্য়া কমিয়ে দিয়েছিল। ওই শূন্য়পদগুলি এখনও পূরণ হয়নি। বর্তমানে সংস্থাগুলি সদ্য স্নাতক উত্তীর্ণ নতুন মুখ খুঁজছে, যারা সহজেই নতুন কিছু শিখে নিতে পারে। সংস্থাগুলি স্কিল ডেভেলপমেন্টের উপরেও বিশেষ জোর দিচ্ছে সেই কারণে।

ফলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ৮ থেকে ১০ শতাংশ কর্মী নিয়োগ করতে পারে।