ITBP Recruitment 2022: ITBP-তে হেড কনস্টেবল পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Recruitment: হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে ৪০টি শূন্যপদ রয়েছে।
কলকাতা: ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে ৪০টি শূন্যপদ রয়েছে। আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in থেকে আবেদন করা যাবে। ১৯ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং নভেম্বরের ১৭ তারিখ অবধি আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য এক নজরে দেখা নেওয়া যাক…
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর বয়স অবধি আবেদন করা যাবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি বা সমতুল পরীক্ষায় পাস হলে আবেদন করা যাবে। প্যারা ভেটেরেনারি কোর্স অথবা ডিপ্লোমা অথাব সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া: শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোঁক, লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও অন্যান্য যাবতীয় তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।