Frontline Jobs In FY 2022 : দেশে ৮০ লক্ষের বেশি ফ্রন্টলাইন চাকরি, কর্মসংস্থানে এগিয়ে কোন রাজ্য?
Frontline Jobs In FY 2022 : এই অর্থবর্ষে দেশে চাকরি ফ্রন্টলাইন কর্মীদের সংখ্যা বেড়েছে ৮০ লক্ষেরও বেশি। তবে এই ক্ষেত্রে মহিলাদের সংখ্যা নগণ্য।
২০২২ অর্থবর্ষে ৮০ লক্ষেরও বেশি ফ্রন্টলাইন চাকরি তৈরি হয়েছে ভারতে। বেটারপ্লেসের ফ্রন্টলাইন ইনডেক্স রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এই অর্থবর্ষে দ্রুত গতিতে ডেলিভারি পরিষেবা ও খুচরো বিভিন্ন ক্ষেত্রে কর্ম সংস্থান বেড়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দুই বছরের সংগৃহীত তথ্যের ফলাফল এই ফ্রন্টলাইন ইনডেক্স রিপোর্টটি। ২০২০ সালের জুন মাস থেকে ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত যা তথ্য় উঠে এসেছে তার উপর নির্ভর করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, কর্মীদের চাহিদা তৈরি হওয়ার পাশাপাশি বেতন, অভিবাসন ও উচ্চ দক্ষতার প্রয়োজনের কারণে কর্মসংস্থান তৈরি হয়েছে। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ই-কমার্স ক্ষেত্রে সবথেকে বেশি কর্মসংস্থান হয়েছে। ফ্রন্টলাইন কর্মীদের সবথেকে বেশি চাহিদা রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও তেলঙ্গানাতে। গোটা দেশে এই ক্ষেত্রে যত কর্মসংস্থান হয়েছে তার বেশিরভাগটাই হয়েছে এই রাজ্যগুলিতে। শতাংশের হিসেবে প্রায় ৬০ শতাংশ কর্মসংস্থান দেখা গিয়েছে এই রাজ্যগুলি থেকেই।
শহরের মধ্যে কর্মীর চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে শীর্ষে জায়গা করে নিয়েছে মুম্বই। গোটা দেশে যতজন কর্মী রয়েছেন তার মধ্যে ২৪.৭ শতাংশই এই শহরের থেকে। অন্যদিকে কর্মীদের চাহিদার দিক থেকে মুম্বইয় রয়েছে ২০.৯ শতাংশে। তবে রিপোর্টে দেখা গিয়েছে, ফ্রন্টলাইন কর্মীদের ক্ষেত্রে মেয়েদের আধিক্য কম। মোট ফ্রন্টলাইন কর্মীর ৯৭ শতাংশই পুরুষ। বাকি মাত্র ৩ শতাংশ মহিলা রয়েছেন।