Job Cut Before Puja : পুজোর আগেই চাকরিতে কোপ? কাজ খোয়ালেন এই সংস্থার ২০০ কর্মী
Job Cut Before Puja : পুজোর আগে ২০০ কর্মীকে ছাঁটাই করল ওলা। ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি কমে যাওয়ার কারণেই এই পদক্ষেপের পথে হাঁটতে পারে ওলা।
পুজোর আগেই ২০০ কর্মীকে ছাঁটাই করল ওলা। তাঁদের সকলেই ওলার বিভিন্ন সফটওয়্যার টিমে কাজ করেন বলে জানা গিয়েছিল। জল্পনা ছিল, পুজোর আগেই এএনআই প্রযুক্তির বিভিন্ন সফটওয়্যারে কর্মরত প্রায় ৫০০ জন কর্মীকে ছাঁটাই করতে পারে এই অ্যাপ-ক্যাব সংস্থা। সব জল্পনা শেষে ২০০ কর্মীকে ছাঁটাই করল বেঙ্গালুরু এই ইউনিকর্ন। মনে করা হচ্ছে, ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি কমে যাওয়ার কারণেই এই পদক্ষেপের পথে হেঁটেছে ওলা। এদিকে এই বছরের শুরুর দিকেই ২ হাজার জন কর্মীকে বরখাস্ত করেছিল ওলা।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই বাজারে আত্মপ্রকাশ করেছিল ওলার ইলেকট্রিক স্কুটার। তারপর একাধিক সমস্যার মুখে পড়ে ওলার স্কুটার। সেইসব স্কুটারে সফটওয়্যার সম্পর্কিত কিছু ত্রুটি দেখা যায়। যাত্রাপথে সমস্যার সম্মুখীন হন বহু ক্রেতা। এই কারণে আইনি পক্রিয়ার সম্মুখীন হতে হয় ওলাকে। তারপর সঙ্কট মোকাবিলায় ময়দানে নেমে পড়ে ওলা। বাজার থেকে হাজারের বেশি ওলা স্কুটি তুলে নেওয়া হয়। গত কয়েক মাস ধরে সেইসব স্কুটিতে মেরামতির কাজ চলছে। তবে এই গোটা ঘটনায় ওলার ইলেকট্রিক স্কুটারের বিক্রিতে প্রভাব পড়ে। সেই ক্ষতি এখনও সামলে উঠছে ওলা। ওলার পণ্য, বিপণন, বিক্রয়, সরবরাহ, প্রযুক্তি, মার্কেটিং ও অপারশেন টিমের কর্মীদের উপর প্রভাব পড়েছে। এই আবহে ওলার ৫০০ জন কর্মীকে ছাঁটাই করার খবর সামনে এল।
এদিকে কয়েক মাস আগেই এই সংস্থা তাদের ওলা ড্যাশ ও ব্যবহৃত গাড়ির ব্যবসা ওলা গাড়ি (Ola Cars) ব্যবসা বন্ধ করে দিয়েছে। এর সঙ্গেও ওলার ২০০ জন কর্মীকে ছাঁটাই করার সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত দু’ বছরে ৩০ জনের বেশি বর্ষীয়ান কর্মকর্তা ওলা থেকে বেরিয়ে এসেছেন। এই আবহে আরও ২০০ জন কর্মী সংস্থা থেকে বেরিয়ে গেল।