Myntra Recruitment: পুজোর মুখে সুখবর! প্রচুর কর্মী নিয়োগ করবে ই-কমার্স সংস্থা Myntra

Myntra: প্রত্যেক বছর উৎসবের মরশুমের আগে বেশিরভাগ ই-কমার্স, রিটেল ও লজিস্টিক সংস্থা অস্থায়ী কর্মী নিয়োগ করে, কারণ এই সময় চাহিদা অনেকটাই বেড়ে যায়।

Myntra Recruitment: পুজোর মুখে সুখবর! প্রচুর কর্মী নিয়োগ করবে ই-কমার্স সংস্থা Myntra
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 6:30 PM

কলকাতা: সামনেই উৎসবের মরশুম। উৎসবের এই সময়ে দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ফ্যাশন বিভাগ মিনত্রা (Myntra)। জানা গিয়েছে, ডেলিভারি, লজিস্টিক ও ওয়্যারহাউজ হ্যান্ডেলিংয়ের জন্য প্রায় ১৬ হাজার জনকে নিয়োগ করবে এই ই-কমার্স সংস্থা।

মিনত্রার চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূপূর নাগপাল ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, উৎসবের এই সময়ে ১০ হাজার জনকে সরাসরি নিয়োগ করবে এই সংস্থা এবং ৬ হাজার জন্য প্রত্যক্ষভাবে নিয়োগ করা হবে। এই নিয়োগ উৎসবের মরশুমে এখনও অবধি সর্বোচ্চ। ২০২১ সালের উৎসবের মরশুমে মিনত্রা ১১ হাজার জনকে নিয়োগ করেছিল, যার মধ্যে ৭ হাজার জনকে সরাসরি নিয়োগ করা হয়েছিল। নূপূর জানিয়েছেন, “দু’বছর জাঁকজমকের সঙ্গে এবার উৎসব পালিত হবে, সেই কারণে অন্যান্যবারের তুলনায় চাহিদাও বেশি থাকবে।”

প্রত্যেক বছর উৎসবের মরশুমের আগে বেশিরভাগ ই-কমার্স, রিটেল ও লজিস্টিক সংস্থা অস্থায়ী কর্মী নিয়োগ করে, কারণ এই সময় চাহিদা অনেকটাই বেড়ে যায়। নূপূর বলেন, “সাপ্লাই চেন ম্যানেজমেন্টে নতুন করে যাদের নিয়োগ করা হবে তাদের অর্ধেক তাদের কাজ করবেন এবং কন্ট্যাক্ট সেন্টারের কর্মীরা অস্থায়ীভাবে কাজ করবেন।”

উৎসবের এই সময়ে মিনত্রাতে বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল চলছে। এই নয়া অফারেও গ্রাহক সংখ্যা অনেকটাই বাড়বে। পন্য বাছাই, প্যাকিং, লোডিং, আনলোডিং, ডেলিভারি ও ফেরতের জন্য বাড়তি লোকবল প্রয়োজন হবে। মিনত্রার এই বিগ ফ্যাশন ফেস্টিভালে সংস্থার তরফে প্রায় ৬ হাজার ব্র্যান্ড বিক্রি করা হবে।