NABARD Recruitment: অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে নাবার্ড, চলছে আবেদন

কোন পদে কত জন নেওয়া হবে এবং তার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তার বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে।

NABARD Recruitment: অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে নাবার্ড, চলছে আবেদন
প্রতীকী ছবিImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 7:10 PM

নয়াদিল্লি: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড) অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রেড এ অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে ১৫০ জনকে নিয়োগ করা হবে। রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসেস (আরডিবিএস), রাজভাষা সার্ভিসেস, লিগাল সার্ভিসেস এবং প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেসর জন্য অ্যাসিট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে নাবার্ড।

তবে অ্যাসিট্যান্ট ম্যানেজার পদের নিয়োগ করলেও বিভিন্ন পদের জন্য সেই নিয়োগ হবে। তাই বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার লোকেদের নেওয়া হবে। কোন পদে কত জন নেওয়া হবে এবং তার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তার বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে।

২ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই পদের জন্য অনলাইন আবেদন করতে হবে। অফলাইনে কোনও নথি বা আবেদনপত্র পাঠাতে হবে না। এই লিঙ্কে ক্লিক করে দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি