NCERT recruitment 2022: অধ্যাপক সহ একাধিক পদে নিয়োগ করছে NCERT, জেনে নিন আবেদন পদ্ধতি

২৯২ জনকে শিক্ষক পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।

NCERT recruitment 2022: অধ্যাপক সহ একাধিক পদে নিয়োগ করছে NCERT, জেনে নিন আবেদন পদ্ধতি
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 9:30 AM

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটিকতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯২ জনকে শিক্ষক পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। এনসিইআরটি অফিসিয়াল ওয়েবসাইট ncert.nic.in থেকে পদগুলির জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর।

শূন্যপদ

প্রফেসর: ৪০টি

অ্যাসোসিয়েট প্রফেসর: ৯৭টি

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১৫৫টি

আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডাব্লুএস প্রার্থীদের ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি

প্রথমেই আবেদনকারীদের ncert.nic.in ওয়েবসাইটে চলে যেতে হবে।

এবার হোমপেজে গিয়ে “Advertisement for filling up of 292 Faculty Positions (Apply Now)” লিঙ্কে ক্লিক করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে।

এবার আবেদন ফি জমা দিতে হবে।

যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।