Medical students: বায়োলজির ছাত্র না হয়েও ডাক্তার হওয়া যাবে, সুযোগ দিচ্ছে NMC
NMC: আগের নিয়ম অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস-এর জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি ও ইংরেজিতে প্র্যাক্টিক্যাল ক্লাস সহ পাশ করতে হত। নিয়মিত স্কুল থেকেই প্রার্থীদের পাশ করতে হত। ওপেন স্কুল বা প্রাইভেট পড়ুয়া প্রার্থীরা এমবিবিএস ও বিডিএস পড়ার সুযোগ পেতেন না।
নয়া দিল্লি: ডাক্তার হওয়ার স্বপ্ন? কিন্তু, উচ্চ মাধ্যমিকে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রিতে মাথা দিতে গিয়ে বায়োলজি নেননি? আর আফশোস করার দরকার নেই। এবার বায়োলজি প্রধান বিষয় না হলেও ডাক্তারি পড়া যাবে। অর্থাৎ ১০+২ স্তরে বায়োলজি বা বায়োটেকনোলজি মূল বিষয় না হয়ে কেবল অ্যাডিশনাল বিষয় হলেও ডাক্তারি পড়া যাবে। কেবল এই বিষয়ে পাশ করলেই চলবে। এমনই গাইডলাইন জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)।
NMC-র নির্দেশিকা অনুযায়ী, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োটেকনোলজি এবং ইংরেজি অতিরিক্ত বিষয় হিসাবে থাকলেও পরীক্ষায় পাশ করলেই MBBS ও BDS ডিগ্রির জন্য NEET-UG পরীক্ষায় বসার অনুমতি পাবে। মেডিক্যালে স্নাতক পড়ার জন্য NMC থেকে সার্টিফিকেটও পাবেন এই সমস্ত প্রার্থীরা।
NMC-র আগের নিয়ম অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস-এর জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি ও ইংরেজিতে প্র্যাক্টিক্যাল ক্লাস সহ পাশ করতে হত। নিয়মিত স্কুল থেকেই প্রার্থীদের পাশ করতে হত। ওপেন স্কুল বা প্রাইভেট পড়ুয়া প্রার্থীরা এমবিবিএস ও বিডিএস পড়ার সুযোগ পেতেন না। এমনকি বায়োলজি বা বায়োটেকনোলজি অ্যাডিশনাল বিষয় হলেও ডাক্তারি পড়ার সুযোগ মিলত না।