Recruitment Exam Fraud: নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করলেই ১০ বছরের জেল! প্রতারকদের জব্দ করতে আসছে নতুন বিল
সম্প্রতি রাজস্থান সরকারের নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এমনকি পরীক্ষায় প্রতারণার অভিযোগও করে। তা নিয়ে বিরোধীরা রীতিমতো সুর চড়িয়েছিল গেহলট সরকারের বিরুদ্ধে। এর পর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে গেহলট সরকার।
জয়পুর: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এক বড় সমস্যা। দেশের বিভিন্ন রাজ্যেই এই সব ঘটনা ঘটে থাকে। তার জেরে প্রচুর সমস্যা তৈরি হয়। দুর্নীতির বিষয়টির পাশাপাশি নিয়োগের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে যায়। এক দল অসাধু ব্যক্তি মূলত এই কাজ করে থাকেন। তা ঠেকাতেই ব্যবস্থা নেওয়ার কথা জানাল রাজস্থান সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ নিয়ে একটি বিল আনার কথা বলেছেন। সেই বিলে নিয়োগে প্রতারণার সঙ্গে যুক্তদের ১০ বছর কারাদণ্ডের সাজা দেওয়ার কথা ভাবছে গেহলট সরকার।
সম্প্রতি রাজস্থান সরকারের নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এমনকি পরীক্ষায় প্রতারণার অভিযোগও করে। তা নিয়ে বিরোধীরা রীতিমতো সুর চড়িয়েছিল গেহলট সরকারের বিরুদ্ধে। এর পর বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে গেহলট সরকার। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার জন্য সে রাজ্যের মুখ্যসচিবকে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন।
নিয়োগ পরীক্ষায় প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিল আনার পরিকল্পনা করেছে রাজস্থান সরকার। সেই বিলে প্রতারণার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর সাজা দেওয়ার কথা বলা হয়েছে। এবং ১০ কোটি টাকা জরিমানার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।