Territorial Army Officer : ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন শুনলে ভিড়মি খাবেন
Territorial Army Officer : ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ৩০ জুলাই অবধি করা যাবে আবেদন।
ছোটো থেকেই অনেকে নিজের পছন্দের পছন্দের ক্ষেত্র বেছে নেয়। অর্থাৎ, কে ডাক্তার হবেন, কে ইঞ্জিনিয়ার, আবার কে পাইলট আবার কেউ দেশের সুরক্ষায় নিয়োজিত করবেন বলে ছোটো থেকেই চোখ ভরা স্বপ্ন নিয়ে বড় হন। তারপর গোটা স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবন জুড়ে সেই লক্ষ্যের প্রস্তুতি শুরু হয়ে যায়। অবশেষে থাকে সুযোগের অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান। ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
শূন্যপদ :
মোট ১৩ টি পদে নিয়োগ করা হবে।
পদের নাম :
টেরিটোরিয়াল আর্মি অফিসার (Territorial Army Officer) পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষদের জন্য় রয়েছে ১২ টি শূন্যপদে। এবং ১ টি শূন্য পদে মহিলাদের নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
চাকরিপ্রার্থীকে স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য :
সমস্ত ক্যাটেগরির প্রার্থীকে ২০০ টাকা আবেদন ফি দিতে হবে।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
বেতন :
লেভেল ১০ অনুযায়ী মাসিক বেতন হবে ৫৬,১০০- ১,৭৭,৫০০
আবেদনের শেষ তারিখ :
২০২২ সালের ৩০ জুলাই অবধি করা যাবে আবেদন। ১ জুলাই থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
আবেদনের প্রক্রিয়া :
https://www.jointerritorialarmy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে আবেদন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।