Mining Ministry Recruitment 2022: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ, এই চাকরিতে বেতন শুরু হচ্ছে ৪৪ হাজার টাকা থেকে…

Mining Ministry Recruitment 2022: খনি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, খনি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ব্যুরো অব মাইনসে অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিওলজিস্ট পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে।

Mining Ministry Recruitment 2022: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ, এই চাকরিতে বেতন শুরু হচ্ছে ৪৪ হাজার টাকা থেকে...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 10:09 AM

নয়া দিল্লি: করোনা সংক্রমণের কারণে চাকরির বাজারে দেখা গিয়েছিল মন্দা। তবে ধীরে ধীরে সেই মন্দা কাটিয়ে উঠছে চাকরির বাজার। সরকারি, বেসরকারি- একাধিক ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে এবার খনি মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। জানা গিয়েছে, মোট ২১ জন প্রার্থীকে অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিওলজিস্ট পদে নিয়োগ করা হবে।

খনি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, খনি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ব্যুরো অব মাইনসে অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিওলজিস্ট পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে।

শূন্যপদের সংখ্যা-

মোট শূন্যপদের সংখ্যা ২১। এরমধ্যে ১০টি আসন সাধারণ প্রার্থী, তফশিলি জাতির জন্য ৩টি ও তফশিলি উপজাতির জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া ওবিসি শ্রেণির জন্য ৫টি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য ও শারীরিকভাবে অক্ষমদের জন্য ১টি আসন সংরক্ষিত করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা-

৩০ জুন ২০২২ অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে তফশিলি জাতির ক্ষেত্রে ৫ বছর, ওবিসির ক্ষেত্রে ৩ বছর ও শারীরিকভাবে অক্ষমদের জন্য ১০ বছর অবধি ছাড় দেওয়া হবে।

বেতন-

অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিওলজিস্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার ৯০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা অবধি হবে।

নিয়োগ পদ্ধতি-

খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। তবে কর্তৃপক্ষ মনে করলে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে।