UIDAI Recruitment: UIDAI-তে নিয়োগ! বছরে বেতন ৫-৯ লক্ষ টাকা
Recruitment 2022: চাকরি প্রার্থীদের জন্য এবার বড় সুযোগ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের আধার নিয়ামক সংস্থা UIDAI, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গোটা দেশেই এই মুহূর্তে কর্মসংস্থানের গ্রাফ নিম্নমুখী। অনেকেই পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সম্মানজনক চাকরি পাচ্ছেন না। চাকরি প্রার্থীদের জন্য এবার বড় সুযোগ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের আধার নিয়ামক সংস্থা UIDAI, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তেলঙ্গানার হায়দরাবাদে হবে এই নিয়োগ। আবেদনের শেষ তারিখ ২৭ জুন। চুক্তি ভিত্তিক অথবা স্থায়ী পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন, এক নজরে দেখে নেওয়া যাক।
#Recruitment#UIDAI is looking for passionate professionals for the position of Project Associate to strengthen its team. For more details, please click : https://t.co/Sw2sSHs8Fb UIDAI is an equal opportunity employer.#jobs #Hiring The last date to apply is 27.06.2022 pic.twitter.com/6EFr559YG0
— Aadhaar (@UIDAI) June 15, 2022
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইলেক্ট্রনিক্স কমিউনিকেশনে বি.টেক/বি.ই পাশ করে থাকতে হবে। এর পাশপাশি আবেদনকারীর রিসার্চ ও ডেভেলপমেন্টে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম
এই পদে নির্বাচিত প্রার্থীদের বছরে ৫-৯ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
এই পদে চাকরির জন্য কী কী দায়িত্ব নিতে হবে?
- সফল প্রকল্প বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক স্টেকহোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলতে হবে
- প্রোজেক্ট প্ল্যানিং এবং বাস্তবায়নে কাজ করতে হবে।
- টেস্টিংয়ের জ্ঞান থাকা প্রয়োজন
- ওয়েব ও মোবাইল অ্যাপলিকেশন সম্পর্কে জানতে হবে।
- অ্যানালেটিকাল ও সমস্যা সমাধানে কাজ করতে জানতে হবে।
- কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকা প্রয়োজন