Government Jobs: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন এই তারিখের মধ্যে

Rail Vikas Nigam Limited Recruitment: রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে ৭ জুনের মধ্যে।

Government Jobs: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন এই তারিখের মধ্যে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 8:00 AM

দেশের একাধিক রাজ্যে নিয়োগ করছে রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের হুবলি, তামিলনাড়ুর চেন্নাই ও নয়া দিল্লিতে নিয়োগ করা হবে। অফলাইনেই করতে হবে আবেদন। তবে আবেদনের শেষ তারিখ ৭ জুন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।

নিয়োগকারী সংস্থা :

রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)

পদের নাম:

জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে করা হচ্ছে নিয়োগ

মোট শূন্যপদের সংখ্যা:

৪ টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা:

RVNL-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে CA/ ICWA/ CMA, BE/ B.Tech পাশ করতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদন মূল্য:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K Puram, New Delhi-110066

আবেদনের শেষ তারিখ:

৭ জুন

জেনারেল ম্যানেজার পদে বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন