Recruitment: দার্জিলিঙে বিভিন্ন সরকারি পদে কর্মী নিয়োগ, লাগবে না আবেদনমূল্য

Recruitment: রাজ্যে সরকারে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ৪ নভেম্বর।

Recruitment: দার্জিলিঙে বিভিন্ন সরকারি পদে কর্মী নিয়োগ, লাগবে না আবেদনমূল্য
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 1:30 AM

দীপাবলির পরেই রাজ্য়ে একাধিক শূন্য পদে করা হবে নিয়োগ। যাঁরা এতদিন চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। দার্জিলিংয়ে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট দার্জিলিং (DCPU Darjeeling)

পদের নাম :

প্রোটেকশন অফিসার ও ডাটা অ্য়ানালিস্ট পদে করা হচ্ছে নিয়োগ।

মোট শূন্যপদের সংখ্যা :

মোট ৫ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ। প্রোটেকশন অফিসার, লিগ্যাল অ্যান্ড প্রোবেশন অফিসার, কাউন্সেলর, ডাটা অ্যানালিস্ট ও অ্যাসিসট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ টি করে জায়গা খালি রয়েছে।

বেতন :

এই পদগুলিতে মাস গেলে বেতন মিলবে ১২ থেকে ২৩ হাজার ১০০ টাকা পর্যন্ত।

নিয়োগস্থল :

পশ্চিমবঙ্গের দার্জিলিঙে করতে হবে কাজ।

শিক্ষাগত যোগ্যতা :

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে দ্বাদশ শ্রেণি ও এলএলবি পাস করতে হবে। পদ ভিত্তিক বিস্তারিত যোগ্যতা জানতে নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা :

এই সংস্থার বিভিন্ন পদের ক্ষেত্রে সামগ্রিকভাবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। ভিন্ন পদের ক্ষেত্রে বয়সের হেরফের হবে।

আবেদন মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ দিন :

৪ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন