LIC Recruitment: LIC-তে মোট ১০৪৯ টি পদে করা হচ্ছে নিয়োগ, স্নাতক পাশেই করা যাবে আবেদন
LIC Recruitment: LIC-তে মোট ১০৪৯ টি পদে করা হচ্ছে নিয়োগ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।
দেশের একাধিক রাজ্যে লাইফ ইনস্যুরেন্সের কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি করতে পারেন আবেদন। এই মর্মে LIC-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation of India)
পদের নাম:
অ্যাপ্রেনটিস ডেভেলপমেন্ট অফিসার (Apprentice Development Officers)
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ১০৪৯ টি পদে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
শিলচর, জোরহাট, বনগাইগাঁও, অসমের গুয়াহাটি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসানসোল, খড়গপুর, কলকাতা, বর্ধমান ও হাওড়াতে নিয়োগ করা হচ্ছে।
আসানসোলে ৫৩ টি পদে, বর্ধমানে ৬৫ টি পদে, হাওড়াতে ১১০ টি পদে, জলপাইগুড়ি ১২৪ টি পদে, খড়গপুরে ১০২ টি পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী প্রার্থীদের স্নাতক পাশ করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। আর বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
আবেদনমূল্য:
SC ও ST প্রার্থী ছাড়া বাকি সব ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ৭৫০ টাকা। SC ও ST প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ১০০ টাকা করে।
নির্বাচন পদ্ধতি :
প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া :
LIC-র ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ:
২১ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ:
১০ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।
টাকা জমা দেওয়ার শেষ তারিখ:
১০ ফেব্রুয়ারি
প্রিলিমিনারি পরীক্ষার দিন:
১২ মার্চ
মেইনস পরীক্ষার দিন:
৮ মার্চ