MHA Recruitment: স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন জেনে নিন
MHA Recruitment: স্বরাষ্ট্র মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।
চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ। রাজ্যেই রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর প্রদেশে লখনউ, পশ্চিমবঙ্গের কলকাতা, নয়া দিল্লি, মহারাষ্ট্রের মুম্বইয়ের জন্য নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)
পদের নাম:
ল অফিসার গ্রেড-I পদে নিয়োগ করা হবে
শূন্যপদের সংখ্যা:
মোট ২ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ১ টি ল অফিসার গ্রেড-I এবং ১ টি পদে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে।
নিয়োগস্থল:
উত্তর প্রদেশের লখনউ, পশ্চিমবঙ্গের কলকাতা, নয়া দিল্লি, মহারাষ্ট্রের মুম্বইয়ের জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ল অফিসার গ্রেড-I পদে আবেদনের জন্য প্রার্থীদের আইনে স্নাতক হতে হবে এবং প্রজেক্ট ম্যানেজার পদে আবেদনের জন্য় স্নাতক ও স্নাতকোত্তর পাশ করতে হবে প্রার্থীদের।
বেতন:
প্রতি মাসে ৬০ হাজার টাকা
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।
আবেদন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
মুম্বই, কলকাতা ও লখনউতে CEPI-র হেড অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শেষ দিন:
৩১ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন – https://www.mha.gov.in/sites/default/files/vacancy_03032023.pdf