NCSC Recruitment: কোনও লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?
NCSC Recruitment: এনসিএসসি-তে নিয়োগ করা হচ্ছে। ১৪ মার্চের মধ্যে করতে হবে আবেদন।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সামনে দারুণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের সংস্থায় নিয়োগ করা হচ্ছে। ন্য়াশনাল কমিশন ফর শিডিউলড কাস্টের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফলাইনেই করতে পারেন আবেদন। ১৪ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
জাতীয় তফসিলি জাতি কমিশন (এনসিএসসি) (National Commission for Scheduled Castes (NCSC) )
পদের নাম:
কনসালট্যান্ট (Consultant) ও অফিস অ্যাসিসট্যান্ট (Office Assistant)পদে নিয়োগ করা হচ্ছে
শূন্যপদের সংখ্যা:
মোট ১৪ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। ৬ টি পদে কনসালট্যান্ট (Consultant) এবং ৮ টি পদে অফিস অ্যাসিসট্যান্ট (Office Assistant) নিয়োগ করা হচ্ছে
নিয়োগস্থল:
সমগ্র দেশজুড়ে নিয়োগ করা হবে
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের The Under Secretary (GA) Room No.733,7th Floor,Lok Nayak Bhawan, Khan Market, New Delhi – 110003 ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
১৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের





