SBI Recruitment: ৫,২৮০ শূন্যপদে নিয়োগ করছে SBI, কারা যোগ্য? জানুন

SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া হল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। এবার চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এল সেই ব্যাঙ্ক। অনলাইনে আবেদন করা যাবে এই পরীক্ষার জন্য। বিভিন্ন রাজ্যে একাধিক শূন্যপদে এই নিয়োগ করা যাবে।

SBI Recruitment: ৫,২৮০ শূন্যপদে নিয়োগ করছে SBI, কারা যোগ্য? জানুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 11:49 PM

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দুর্দান্ত সুযোগ। সিবিও না সার্কেল বেসড অফিসার পোস্টে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। sbi.co.in/web/careers- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। গত ২২ নভেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া। মোট শূন্যপদ ৫,২৮০।

কোথায় কত শূন্যপদ

আমেদাবাদ সার্কল- ৪৩০

আমরাবতী- ৪০০

বেঙ্গালুরু- ৩৮০

ভোপাল- ৪৫০

ভুবনেশ্বর- ২৫০

চণ্ডীগড়- ৩০০

চেন্নাই- ১২৫

উত্তর-পূর্ব- ২৫০

হায়দরাবাদ- ৪২৫

জয়পুর- ৫০০

লখনউ- ৬০০

কলকাতা- ২৩০

মহারাষ্ট্র- ৩০০

মুম্বই- ৯০

নয়া দিল্লি- ৩০০

তিরুঅনন্তপুরম- ২৫০

যোগ্যতা:

যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। শুধুমাত্র সাধারণ বিষয় নয়, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে স্নাতক উত্তীর্ণ হলেও যোগ্য হিসেবে গণ্য করা হবে।

বয়সের উর্ধ্বসীমা

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন মূল্য

সাধারণ ক্যাটাগরির জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। এসসি, এসটি-দের ক্ষেত্রে লাগবে না কোনও আবেদনমূল্য।

অনলাইনে পরীক্ষার মাধ্যমে করা হবে নিয়োগ। অবজেকটিভ পরীক্ষায় চারটি সেগমেন্টে ১২০ নম্বর করে পেতে হবে প্রার্থীকে। আর সাবজেকটিভ পরীক্ষায় ৫০ নম্বর পেতে হবে।