WBPSC: সরকারি চাকরির স্বপ্ন দেখেন? আবেদন করুন WBPSC-র এই পদে, মাস গেলে বেতন মিলবে লক্ষাধিক টাকা

WBPSC: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ করা হচ্ছে। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন।

WBPSC: সরকারি চাকরির স্বপ্ন দেখেন? আবেদন করুন WBPSC-র এই পদে, মাস গেলে বেতন মিলবে লক্ষাধিক টাকা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 9:20 AM

রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু চাকরির বিজ্ঞপ্তিই নয়। চাকরি প্রার্থীদের জন্য সুখবর হল, পশ্চিমবঙ্গ সরকারে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)

পদের নাম:

অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস পদে করা হবে নিয়োগ। (Audit and Accounts Service)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ১৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

এই পদের জন্য যোগ্যতা:

যাঁরা ইতিমধ্য়েই ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা বেতনের পশ্চিমবঙ্গ সরকারে ৮ বছর ধরে চাকরি করেছেন তাঁরা এই পদে আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি:

দুই ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করতে পারেন প্রার্থীরা।

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ:

২১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে করা যাবে আবেদন।

আবেদনের শেষ তারিখ:

১৫ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন 

আবেদন করতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – pscwbapplication.in