Port Trust Recruitment: রাজ্যে বন্দরে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি

Port Trust Recruitment: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ২২ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

Port Trust Recruitment: রাজ্যে বন্দরে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করলেই মিলবে চাকরি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 8:30 AM

পশ্চিমবঙ্গের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর। রাজ্যে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীপাবলির আলোতে আলোকিত হবে চাকরি প্রার্থীদের জীবন। শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের (Shyama Prasad Mookherjee Port) তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mookherjee Port)

পদের নাম:

জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

৬ টি পদের জন্য নিয়োগ করা হবে।

বেতন:

প্রতি মাসে বেতন মিলবে ২৭,৬০০ টাকা।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের দশম শ্রেণি পাস করতে হবে। এর সঙ্গে কোনও স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে আবেদনকারীদের।

বয়সসীমা:

২২ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর।

আবেদনমূল্য:

এই পদে আবেদনরে জন্য কোনও আবেদনমূল্য লাগবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি :

অফলাইনে করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Cheif Mechanical Engineer, Syama Prasad Mookerjee Port, Kolkata, Mechanical & Electrical Enginerring Department, 8 Garden Reach Road, Kolkata- 700043

আবেদনের শেষ তারিখ:

২২ নভেম্বর বা তার আগে আবেদনপত্র পাঠাতে হবে।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইট – smportkolkata.shipping.gov.in