SAIL Recruitment 2023: পরীক্ষা ছাড়াই দশম পাশে পেতে পারেন সরকারি চাকরি, ১৫ অগস্ট থেকে শুরু আবেদন

SAIL: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর রাউরকেল্লা শাখায় প্রশিক্ষণার্থী পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া ১৫ অগস্ট, ২০২৩ থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে।

SAIL Recruitment 2023: পরীক্ষা ছাড়াই দশম পাশে পেতে পারেন সরকারি চাকরি, ১৫ অগস্ট থেকে শুরু আবেদন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 5:01 AM

নয়া দিল্লি: দশম এবং স্নাতক পাশের পর যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। SAIL (স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড)-এর রাউরকেল্লা শাখায় প্রশিক্ষণার্থী পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া ১৫ অগস্ট, ২০২৩ থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। মোট ২০২টি শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে মেডিকেল অ্যাটেনডেন্ট, ফার্মাসিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরসহ বিভিন্ন পদ। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারেন।

কোন পদে কটি শূন্যপদ?

১) মেডিক্যাল অ্যাটেন্ডেন্ট-১০০ পদ ২) ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং-২০ পদ ৩) অ্যাডভান্সড স্পেশালাইজড নার্সিং ট্রেনিং (ASNT) – ৪০টি পদ ৪) ডেটা এন্ট্রি অপারেটর/মেডিকেল ট্রান্সক্রিপশন প্রশিক্ষণ – ১০টি পদ ৫) মেডিকেল ল্যাব/ টেকনিশিয়ান প্রশিক্ষণ-১০টি পদ ৬) হাসপাতাল প্রশাসন প্রশিক্ষণ- ৭টিপদ ৭) ওটি/অ্যানেস্থেসিয়া সহকারী প্রশিক্ষণ – ৫টি পদ ৮) উন্নত ফিজিওথেরাপি প্রশিক্ষণ – ২টি পদ ৯) রেডিওগ্রাফার প্রশিক্ষণ- ৫টি পদ ১০) ফার্মাসিস্ট প্রশিক্ষণ-৩টি পদ

শিক্ষাগত যোগ্যতা

মেডিক্যাল অ্যাটেন্ডেন্টের জন্য দশম পাশ হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে PGDCA ডিগ্রি সহ দ্বাদশ পাশ প্রয়োজন। মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান ট্রেনিং পদের জন্য মেডিক্যালে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা এবং নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার মেধার ভিত্তিতে শর্টলিস্ট করে তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

এভাবে আবেদন করুন

১) অফিসিয়াল ওয়েবসাইট http://igh.sAILrsp.co.in দেখুন। ২) এখানে ট্রেনিং নিয়োগের বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করুন। ৩) অনুরোধকৃত তথ্য পূরণ করুন এবং আবেদন করুন। ৪) শিক্ষাগত-সহ ইত্যাদির মতো সমস্ত নথি আপলোড করুন। ৫) এবার আবেদনপত্রটি জমা দিন এবং একটি প্রিন্ট আউট নিন।

আরও বিস্তারিত জানতে প্রার্থীরা SAIL- এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।