SSC Jobs : কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্টেনোগ্রাফার নিয়োগ, ৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন
SSC Jobs : এসএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। ৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।
সরকারি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এবার তাঁদের মুখে ফুটবে হাসি। ভারত সরকার দ্বারা অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যেকোনও প্রান্তের বাসিন্দারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
স্টেনোগ্রাফার (গ্রেড-সি) পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের দিক থেকে ছাড় পাবেন।
পদের নাম :
স্টেনোগ্রাফার (গ্রেড-ডি) পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা :
গ্রেড-ডি স্টেনোগ্রাফারের পদে আবেদনের জন্য প্রার্থীয় বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী মিলবে ছাড়।
শিক্ষাগত যোগ্যতা :
দুটি পদের ক্ষেত্রেই কোনও স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে। সঙ্গে থাকতে হবে স্টেনোগ্রাফির স্পিড।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদন করতে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের। আবেদন করার সময় নিজের বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর হাতের কাছে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি :
আবেদন ফি বাবদ লাগবে ১০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PwD/Ex-Serviceman ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন করার শেষ তারিখ :
৫ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন। আর অনলাইনে শেষ টাকা জমা দেওয়া যাবে ৬ সেপ্টেম্বর অবধি।
নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন