Naval Dockyard : মাধ্যমিক পাশেই ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন ট্রেডে মিলবে প্রশিক্ষণ, এখনি করুন আবেদন
Naval Dockyard : ৩৩৬ জন তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেবে ভারতীয় নৌবাহিনীর ন্যাভাল ডকইয়ার্ড। ৮ জুলাই অবধি অনলাইনে করা যাবে আবেদন।
মাধ্যমিক পাশ হলেই এবার মিলবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ। ৩৩৬ তরুণ-তরুণী এই সুযোগ পেতে পারেন। ভারতীয় নৌবাহিনীর অধীনস্থ একটি সংস্থা ন্যাভাল ডকইয়ার্ড বিভিন্ন ট্রেডে অ্য়াপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডকইয়ার্ড অ্য়াপ্রেন্টিস স্কুলে অ্য়াপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ ও অ্য়াপ্রেন্টিস রুলস (সংশোধিত) ১৯৯২ অনুযায়ী তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এ সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
সংস্থা :
ভারতীয় নৌবাহিনীর ন্যাভাল ডকইয়ার্ড
মোট আসন সংখ্যা :
৩৩৬ জন তরুণ-তরুণীকে এই সুযোগ দেওয়া হবে।
ইলেক্ট্রিশিয়ান : ৪৯ টি মেরিন ইঞ্জিনিয়ার ফিটার : ৩৬ টি ফাউন্ড্রিম্য়ান : ২ টি প্যাটার্ন মেকার : ২ টি মেক্যানিক ডিজেল : ৩৯ টি ইনস্ট্রুমেন্ট মেক্যানিক : ৮ টি মেশিনিস্ট : ১৫ টি মেক্যানিক মেশিন টুল মেইন্টেন্যান্স : ১৫ টি পেইন্টার : ১১ টি শিট মেটাল ওয়ার্কার : ৩ টি পাইপ ফিটার : ২২ টি মেক্যানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং : ৮ টি টেলর : ৪ টি ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) : ২৩ টি ইলেক্ট্রনিক্স মেক্যানিক : ২৮ টি শিপ রাইট উড : ২১ টি ফিটার : ৫ টি ম্যাসন বিল্ডিং কনস্ট্রাক্টর : ৮ টি আই অ্যান্ড সি টি এস এম : ৩ টি
এক বছরের জন্য উপরিক্ত ট্রেডগুলিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
তবে শিপরাইট স্টিল ও রিগার পদে দুই বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। শিপরাইট স্টিলের ক্ষেত্রে ২০ টি শূন্যপদ ও ফিগারে ১৪ টি শূন্যপদে অ্য়াপ্রেনটিস নেওয়া হবে।
উল্লেখ্য সরকারি নিয়ম অনুযায়ী, তফসিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা :
অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। এর পাশাপাশি ৬৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়সসীমা :
আবেদনকারীর জন্মতারিখ ১-৮-২০০১ থেকে ৩১-১০-২০০৮ এর মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও ডিফেন্সে কর্মরতদের সন্তানরা বয়সের ক্ষেত্রে শর্তসাপেক্ষ ছাড় পাবেন।
অন্যান্য যোগ্যতা :
আবেদনকারীর উচ্চতা অন্তত ১৫০ সেন্টিমিটার ও ওজন ৪৫ কেজি হতে হবে। বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত সম্প্রসারিত হতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ :
৮ জুলাই
এই সম্পর্কিত বিস্তারিত জানতে ক্লিক করুন