Dharmendra Pradhan: দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Board Exam: সম্প্রতি সারা দেশে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। সেই নয়া নীতি অনুসারেই দশম ও দ্বাদশে বছরে দু-বার পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া দুটি ভাষা পড়তে হবে বলেও শিক্ষামন্ত্রক জানিয়েছিল। 

Dharmendra Pradhan: দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 12:14 AM

নয়া দিল্লি: দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড-পরীক্ষা (Board exam) নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। আর বছরে দু-বার দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষায় বসতে হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এটি প্রতিটি শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া হবে। এর প্রধান কারণ হল, বোর্ড পরীক্ষা নিয়ে ছাত্রদের ভীতি ও মানসিক চাপ কমানো।”

CABE-এর পুনরায় প্রস্তুতি দরকার

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন (CABE) পুনর্গঠন করা হচ্ছে। কারণ এর পুরানো সংস্করণটি অনেক বড় এবং বিস্তৃত। এছাড়া এটি বর্তমান শিক্ষা ব্যবস্থার চাহিদার থেকে ভিন্ন। তাই CABE-কেও আবার প্রস্তুতি নিতে হবে।” এছাড়া ছাত্রদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ও কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা মন্ত্রক, দক্ষতা উন্নয়ন মন্ত্রক একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

‘চাপমুক্ত রাখা আমাদের দায়িত্ব’

ছাত্রদের চাপমুক্ত করতেই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বোর্ডের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন তা তাঁর কথাতেই স্পষ্ট। ধর্মেন্দ্র প্রধান বলেন, “কোটায় ছাত্রদের আত্মহত্যা একটি সংবেদনশীল বিষয়, শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। কারও মূল্যবান জীবন যেন নষ্ট না হয়। কারণ তারা আমাদের সন্তান।”

প্রসঙ্গত, সম্প্রতি সারা দেশে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। সেই নয়া নীতি অনুসারেই দশম ও দ্বাদশে বছরে দু-বার পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া দুটি ভাষা পড়তে হবে বলেও শিক্ষামন্ত্রক জানিয়েছিল।