৫০০ ‘সাবস্ক্রাইবার’ আছে? তাহলেই YouTube-এ কামাতে পারবেন টাকা

YouTube Video Monetization: YouTube ভিডিয়ো বানানো আপনার নেশা? নেশাকে পেশা করতে চান? ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই হবে।

৫০০ 'সাবস্ক্রাইবার' আছে? তাহলেই YouTube-এ কামাতে পারবেন টাকা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: YouTube ভিডিয়ো বানানো আপনার নেশা? নেশাকে পেশা করতে চান? কিন্তু, কবে আপনার ভিডিয়োগুলি মনিটাইজ হওয়া, অর্থাৎ টাকা কামানো শুরু করবে, সেই ভাবনায় পিছিয়ে যাচ্ছেন। এই চিত্রটা আজকের দিনে অনেকেরই জীবনের কাহিনি। তবে, এবার নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। সম্প্রতি, ভিডিয়ো-শেয়ারিং অ্যাপ সংস্থাটি ভিডিয়ো মনিটাইজ করার নিয়মগুলি অনেকটাই শিথিল করেছে। এখন, সহজেই আপনি ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ বা ‘ওয়াইপিপি’ (YPP)-র অংশ হয়ে উঠতে পারবেন এবং আপনার আপলোড করা ভিডিয়ো থেকেই দু’হাতে কামাতে পারবেন।

এর আগে ইউটিউবে ভিডিয়ো আপলোড করে পয়সা কামাতে গেলে অন্তত ১০০০ সাবস্ক্রাইবার লাগত। সেই সঙ্গে ৪০০০ ওয়াচ- আওয়ার, অর্থাৎ আপনার ভিডিয়োগুলি অন্তত ৪০০০ ঘণ্টা দেখা হলে, তবেই পয়সা পাওয়া যেত। কিন্তু এখন থেকে, এই কঠিন নিয়ম আর থাকছে না।

নয়া নিয়ম অনুযায়ী ইউটিউবে টাকা কামাতে গেলে লাগবে, মাত্র ৫০০ সাবস্ক্রাইবার। সেই সঙ্গে প্রতি ৯০ দিনে অন্তত ৩ টি পাবলিক ভিডিয়ো আপলোড করতে হবে। আর এক বছরে ৩,০০০ ওয়াচ আওয়ার লাগবে। ওয়াচ আওয়ারের বাধা টপকানোর একটি ‘বাইপাস’ও আছে। ৯০ দিনে আপনার YouTube Shorts-এর ভিউ হতে হবে ৩০ লক্ষ। এর আগে চাওয়া হত, ১ কোটি!অর্থাৎ, এক ধাক্কায় ৭০ শতাংশ চাহিদা কমিয়েছে সংস্থা।

ফ্যান ফান্ডিং

আগে ‘মনিটাইজেশন’, অর্থাৎ, ইউটিউব থেকে আয়ের পুরোটাই ছিল বিজ্ঞাপন সম্পর্কিত। এখন, তার বাইরেও আয়ের রাস্তা খুলে গিয়েছে। নয়া পরিবর্তনগুলির ফলে, ভিডিয়ো নির্মাতারা এখন, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্য়াঙ্কস, ইউটিউব শপিং-এর মতো ফ্যান ফান্ডিং ফিচারগুলিও ব্যবহার করতে পারবেন।

নিয়ম শিথিল হওয়ায় সহজেই ওয়াইপিপি-র অংশ হওয়া যাবে, কিন্তু, ওয়াইপিপির পুরো সুবিধা দেওয়া হবে না। বিজ্ঞাপন থেকে আয় আনলক করতে, এখনও আগের সেই ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ওয়াচ আওয়ারের মানদণ্ড পূরণ করতে হবে। অথবা, ৯০ দিনে শর্টস-এর ১ কোটি ভিউ। তবে, ওয়াইপিপি-তে একবার ঢুকে পড়তে পারলে, আর নতুন করে আবেদন করার প্রয়োজন পড়ে না। পুরনো মানদণ্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওয়াইপিপির পুরো সুবিধা পাবেন আপনি।