IRCTC: কলকাতাতেই কাজের সুযোগ দিচ্ছে IRCTC, কীভাবে সুযোগ পাবেন?
IRCTC: মূলত প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই বাছাই হবে বলে জানানো হয়েছে। কোনও লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না।
ফের IRCTC-তে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনের সুযোগ। IRCTC-র ইস্ট জোনের তরফ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২৫ টি শূন্যপদ রয়েছে। কলকাতাতেই কাজ করার সুযোগ মিলবে বলে জানানো হয়েছে। ১৪ জুন থেকে শুরু হয়েছে আবেদন জানানোর প্রক্রিয়া। ২৯ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। https://www.apprenticeshipindia.gov.in/.- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
বয়স
প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৫। এসসি-এসটি-র ক্ষেত্রে ৫ বছর, ওবিসি-র ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
কিসের ভিত্তিতে বাছাই
মূলত প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই বাছাই হবে বলে জানানো হয়েছে। কোনও লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। প্রাপ্ত নম্বর ও সঙ্গে মার্কশিট জমা দিতে হবে। সব নথ ভেরিফিকেশনের পর আবেদনকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে। তবে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজে যোগ দেওয়ার নির্দিষ্ট সময় পর কোর্স শেষ হতে বেরিয়ে যেতে হবে, কোনও স্থায়ী চাকরি দেবে না আইআরসিটিসি।
১২ মাসের জন্য এই কাজের সুযোগ দেওয়া হবে। কলকাতায় কাজ করতে আগ্রহী, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ভেরিফিকেশনের সময় আসল নথি নিয়ে যেতে হবে, সঙ্গে থাকতে হবে অ্যাটেস্ট করা জেরক্স কপি।