Donald Trump-US Tariff: বন্ধু ভারতের জন্য আরও ছাড়? ডেডলাইনের খাঁড়ার আগেই ৩ দেশের সঙ্গে আলোচনায় ট্রাম্প
Donald Trump-US Tariff: প্রতিশ্রুতি মতো ২ এপ্রিল ট্যারিফ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন হারে শুল্ক ধার্য করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তার আগেই কিছুটা নমনীয় ভাব দেখালেন ট্রাম্প।

ওয়াশিংটন: যুদ্ধ যুদ্ধ আবহ। তবে অস্ত্রের নয়, এই যুদ্ধ অর্থের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ একাধিক দেশের ঘাড়ে চাপিয়েছেন শুল্ক। তবে ভারতের জন্য দিয়েছেন বিশেষ ছাড়ও। এমনই কিছু বন্ধুদের সঙ্গে শুল্কে ছাড় নিয়ে এবার আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, তিন বন্ধু দেশ, ভারত, ইজরায়েল ও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে। নতুন ট্য়ারিফ কার্যকর হওয়ার আগেই এই চুক্তি চূড়ান্ত করতে চান ট্রাম্প।
প্রতিশ্রুতি মতো ২ এপ্রিল ট্যারিফ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন হারে শুল্ক ধার্য করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তার আগেই কিছুটা নমনীয় ভাব দেখালেন ট্রাম্প। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত, ভিয়েতনাম ও ইজরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি ৯ তারিখের মধ্যে তারা সম্মতিতে পৌঁছতে না পারেন, তবে চুক্তি হবে না। সেক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত ট্যারিফই বসবে ভারত, ইজরায়েল ও ভিয়েতনামের উপরে।
সূত্রের খবর, ছোট ছোট স্তরে বাণিজ্যিকভাবে নির্ভরশীল দেশগুলির সঙ্গে দর কষাকষি আলোচনায় বসতে চাইছেন ট্রাম্প। এই বাণিজ্যচুক্তি সফল হলে, বাকি দেশের সঙ্গেও নতুন বাণিজ্যচুক্তি করা হবে। তবে যে দেশগুলি ইতিমধ্যেই আমেরিকার উপরে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা করেছে, যেমন চিন ও কানাডা, তাদের সঙ্গে আর আলোচনায় নাও বসতে পারেন ট্রাম্প।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি অন্তত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দরাদরি করার ক্ষেত্রে শেষ দেশ হব না। যে দেশ প্রথম আলোচনা করতে পারবে, সে জিতবে। যে শেষ হবে, সে শেষ দর কষাকষি করবে, তারই ক্ষতি হবে। আমি গোটা জীবন এটা দেখেছি।”





