KMC Election 2021: ‘গোটা দেশ তাকিয়ে আছে’, দলের নেতাদের ফের সাবধান করলেন অভিষেক
KMC Election 2021: ভাবমূর্তি রক্ষায় বারবার দলীয় নেতাদের সাবধান করেছেন অভিষেক। আজ ফের কালীঘাটে দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন তিনি।
কলকাতা : নির্বাচনে কোনও বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেই কারণে বারবার দলীয় নেতাদের সাবধান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বার্তা দিয়েছিলেন, দলে এখন নতুন করে সাজানো হচ্ছে। তাই কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আজ ফের তৃণমূল সাংসদ বার্তা দেন, কোনও বেনিয়ম দেখলেই বহিষ্কার করা হবে, কারণ গোটে দেশ তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে।
এ দিন বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড শো করেন অভিষেক। রোড শো শেষে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘যত বড় নেতারই ছত্রছায়াতেই থাকুন, গাজোয়ারি করলেই দল থেকে বহিষ্কার করা হবে।’ ভোটে শৃঙ্খলার প্রশ্নে এ ভাবেই আবারও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি আরও বলেন, ‘কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিকল্প। গোটা দেশ মমতার দিকে তাকিয়ে। তাই ভোটে বিজেপি, সিপিএম অশান্তি পাকানোর চেষ্টা করলে রুখে দাঁড়াতে হবে।’
তৃণমূল কলকাতা পুরভোটে ১৩৫টির বেশি আসন পাবে বলে এ দিন দাবি করেন অভিষেক। আগামী ২ বছরের মধ্যে কলকাতা দেশের এক নম্বর শহর হবে বলে দাবি তাঁর।
গতকালও একই বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘দলের নাম করে যদি কেউ আপনাদের চমকায় ধমকায়, তাহলে তাকে আগে বাইরের রাস্তাটা দেখানো হবে, তারপর যা হবে তা হবে।’ ২০২৪- এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যে দলের খোলনলচে বদলাতে উদ্যোগী সেটাও বারবার বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, এটা নতুন তৃণমূল। ডায়মন্ড হারবারের সাংসদ বার্তা দেন, যদি কেউ ভাবে আগে যা করে এসেছে, এখনও তাই করবে, তাহলে তাদের জানতে হবে যে এই তৃণমূল নতুন তৃণমূল, আর এই তৃণমূলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ‘যদি কেউ ভাবেন তৃণমূল করে খাওয়ার জায়গা…. তৃণমূল করে খাওয়ার জায়গা নয় লড়াই করার জায়গা।’ অভিষেকের কথায়, ‘দলের কর্মীরা মানুষের সেবা করবে, কিন্তু কেউ যদি ধান্দা করতে তৃণমূলে. আসে তাহলে তাকে বাইরে রাস্তা দেখিয়ে দেওয়া হবে। তৃণমূলের দরজাটা সবসময়ের জন্য বন্ধ হয়ে যাবে।’
আরও পড়ুন : KMC Election 2021: দমছে না বিজেপি! কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের সুপ্রিম কোর্টে পদ্ম শিবির