Kolkata municipal corporation election 2021: ‘চলছে অবাধ-শান্তিপূর্ণ ছাপ্পা’, কীভাবে বাড়ছে ভোটের হার? প্রশ্ন বিজেপির
Kolkata municipal corporation election 2021: বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'গণতন্ত্রের নিয়ম মেনে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি ঠিকই, তবে তার মানে এই নয় যে কমিশনের প্রতি আস্থা আছে।'
কলকাতা : রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের ওপর যে আস্থা নেই, আগেই সে কথা জানিয়েছিল বিজেপি। এবার ভোটের দিন ফের শাসক দলের বিরুদ্ধে সরব হল গেরুয়া শিবির। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, ‘কলকাতায় চলছে অবাধ-শান্তিপূর্ণ ছাপ্পা’। তিনি আরও বলেন, ‘বুথের সামনে মানুষের লাইন নেই, তবু কী ভাবে লাফিয়ে লাফিয়ে ভোটের হার বেড়ে যাচ্ছে?’
পুরভোটের দিন সকাল থেকেই একাধিক বুথে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে গেরুয়া শিবির। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, ভোট কী ভাবে হচ্ছে তার প্রকৃত ছবি মানুষের সামনে উঠে এসেছে। তিনি দাবি করেন বুথের সামনে মানুষের ভিড় নেই, অথচ ভোট শতাংশের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কী ভাবে ভোট পড়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি নেতা।
শমীক ভট্টাচার্যের আরও দাবি, রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কলকাতায় অবাধ ও শান্তিপূর্ণভাবে চলছে ছাপ্পা। কমিশনকে তৃণমূলেরই একটি সংস্থা বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘অবাধে ছাপ্পা চলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না কমিশন, তাই বিজেপির কোনও আস্থা নেই কমিশনের প্রতি।’ শুধুমাত্র গণতান্ত্রিক নিয়মের কারণে বিজেপি কমিশনের দ্বারস্থ হয়েছে বলে উল্লেখ করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘গণতান্ত্রিক নিয়ম মেনে আমরা কমিশনে গিয়েছি। তার মানে এই নয় যে কমিশনের প্রতি আমাদের আস্থা আছে।’
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের পুর প্রার্থী ফিরহাদ হাকিম দাবি করেছেন, ৯০ শতাংশ মানুষ বিজেপির সঙ্গে নেই। এ কথা শুনে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘৯০ শতাংশ আছে কি নেই সেই প্রশ্ন পরে আসবে, আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে ৯০ হাজার মানুষ কেন ভোট দিতে নামলেন না?’
বিজেপি বারবার দাবি করছে রাজ্য পুলিশ বা রাজ্য নির্বাচন কমিশনের প্রতি তাদের কোনও আস্থা নেই। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে, ‘তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র বলেন, ওনাদের কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা আছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে বিধানসভায়। সেখানে কেন খারাপ ফল হল?’