PM Modi Road Show: শেষ মুহুর্তে প্রচারে ঝড় বিজেপির, বেঙ্গালুরুতে বর্ণাঢ্য রোড শো মোদীর
PM Modi Road Show: সামনেই কর্নাটক বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুলছে বিজেপি। আজ বেঙ্গালুরুর একাধিক এলাকায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বেঙ্গালুরু: কর্নাটকে বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) আর মাত্র কয়েকদিন বাকি। চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার। শেষ কয়েক দিনের প্রচারে কর্নাটকের বিভিন্ন জায়গায় গিয়ে রোড শো, সভা করে প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সহ বিজেপির তাবড় নেতারা। শনিবার বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা জুড়ে রোড শো করবেন। আজ মোদীর রোড শো নিয়ে আপডেট দেখুন এই প্রতিবেদনে।
- রোড শো শেষে এক জনসভা থেকে মোদী বলেন, “তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাঙ্কের রাজনীতি, বিজেপি সরকারের প্রকল্প বন্ধ করা এবং লিঙ্গায়েত ও ওবিসি সম্প্রদায়কে গালি গালাজ করার পুরনো অভ্যাস ছাড়বে না কংগ্রেস। কংগ্রেসের কূটনীতিতে শোকাহত গোটা কর্নাটক।”
- কড়া নিরাপত্তায় মোদীর এই রোড শোয়ের আয়োজন করা হয়। রাস্তার দু’ধারে হাজার হাজার জনগণ মোদীকে দেখার জন্য জড়ো হয়েছিলেন। মাইসুরু পেটা পরে এই হাজার হাজার মানুষকে অভিবাদন জানান। আদিবাসী নৃত্যশিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশনের মাধ্যমে মোদীকে স্বাগতও জানান।
- বোম্মানাহাল্লি কেন্দ্রের কোনানাকুন্তের সোমশ্বরা সভা ভবন থেকে রোড শো শুরু হয়। ১৩ টি বিধানসভাকেন্দ্র পেরিয়ে মাল্লেশ্বরমের কাদু মাল্লেশ্বরা মন্দিরে শেষ হয় মোদীর রোড শো।
- শনিবার সকাল মোট ২৬ কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- রোড শোয়ের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইটে নিজের রোড শোয়ের কথা জানান। তিনি লেখেন, “কিছুক্ষণের মধ্যেই আমি বেঙ্গালুরুর বিভিন্ন অংশে রোড শো শুরু করব এবং শহরের মানুষের সঙ্গে কথা বলব। বেঙ্গালুরু এবং বিজেপির মধ্যে বন্ধন অনেক পুরনো ও শক্তিশালী। এই শহরটি প্রথম দিন থেকে আমাদের দলকে সমর্থন করেছে এবং আমরা এর বিকাশের জন্য অসংখ্য প্রচেষ্টা করেছি।”