Kolkata Municipal Election 2021: জেলাশাসকের দফতরে সর্বদল! বৈঠক ‘বয়কট’ বিজেপির
KMC Election 2021: মূলত পুরভোটে আইনশৃঙ্খলা নিয়ে সোমবার এই বৈঠক ডাকা হয়। বিজেপির বক্তব্য সাধারণত আইনশৃঙ্খলা নিয়ে যদি কোনও বৈঠক হয় তাহলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসেই হওয়া উচিৎ।
কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠক বয়কট করছে বিজেপি। জেলাশাসকের দফতরে সর্বদল বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ তাদের। কমিশনের দফতর ছেড়ে কেন জেলা শাসকের দফতরে এই বৈঠক ডাকা হল তা নিয়ে প্রশ্ন তুলেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত বলে বিজেপি সূত্রের খবর।
বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা নির্বাচন কমিশনের এই বৈঠকে থাকবে না। তারা এই সর্বদল বৈঠক বয়কট করছে। বিজেপির দাবি, রাজ্য নির্বাচন কমিশন যেভাবে বৈঠক দেখেছে তা নীতিবিরুদ্ধ। সূত্রের খবর, সে কথা রাজ্য নির্বাচন কমিশনকে লিখিত আকারে তারা জানিয়েও দিয়েছে। একই সঙ্গে ইভিএমে ভিভিপ্যাটের ব্যবহারের দাবিটিও রয়েছে বিজেপির।
মূলত পুরভোটে আইনশৃঙ্খলা নিয়ে সোমবার এই বৈঠক ডাকা হয়। বিজেপির বক্তব্য সাধারণত আইনশৃঙ্খলা নিয়ে যদি কোনও বৈঠক হয় তাহলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসেই হওয়া উচিৎ। তারা একাধিকবার দাবি করেছে, যাতে এই বৈঠক কমিশনের দফতরে হয়। তাতে সমস্ত দল মন খুলে তাদের অভিযোগ জানাতে পারবে। কিন্তু সোমবার দেখা গেল জেলাশাসকের দফতরে এই বৈঠক করছে কমিশন। বিজেপির বক্তব্য, জেলাশাসকের দফতরে বৈঠকে তারা যাবে না। এ ক্ষেত্রে একটা পক্ষপাতের অভিযোগও তারা তুলেছে।
এ প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, “রবিবার সন্ধ্যার পর সোমবারের বৈঠকের বার্তা পেলাম। এরপর আজই (সোমবার) আমরা রাজ্য নির্বাচন কমিশনকে জানালাম আমরা স্তম্ভিত এই ডাকে। একজন জেলাশাসক কীভাবে একটা সর্বদল বৈঠক ডাকতে পারেন। আর চিঠিতে লেখা আছে কলকাতা পুরসভার ভোট নিয়ে আলোচনা সংক্রান্ত বৈঠক। আইনগতভাবে যিনি ডিইও তাঁর কাজও নির্দিষ্ট করা আছে। তা হলে এখন তো ওনার কোনও কাজ থাকার কথা না। রাজ্য নির্বাচন কমিশন অতিরিক্ত কোনও কাজ দিয়ে থাকলে সেটা তো নির্দিষ্ট। সর্বদল বৈঠক ডেকে তো উনি এভাবে সে বিষয়ে কথা বলতে পারেন না। আমরা জানিয়ে দিয়েছি, ‘এই মিটিং আপনি বাতিল করে আপনার অফিসে ডাকুন। আমরা যাব। আজ যদি ডাকেন সাড়ে চারটেয় তাই যাব’। কিন্তু জেলাশাসকের এভাবে ডাকার অধিকার নেই।”
একইসঙ্গে শিশির বাজোরিয়ার বক্তব্য, “জেলাশাসকের দফতর তো রাজ্য সরকারের একটা অফিস। রাজ্য সরকারের অফিসে ইলেকশন কমিশনের মতো স্বশাসিত সংগঠন কীভাবে সর্বদল বৈঠক করবে সেটাই প্রশ্ন আমাদের।”
এদিনই কেন্দ্রীয় বাহিনী মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ফিরতে হয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। সেখানে বলা হয়, বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। সুকান্তের অভিযোগ, তৃণমূলের লোকজন এই হুমকি দিচ্ছেন। এমনকী মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্যও ভয় দেখানো হয়েছে।
সুকান্ত মজুমদারের বক্তব্য ছিল, এই ধরনের পরিস্থিতিতে কোনওভাবেই নিরপেক্ষ স্বচ্ছ ভোটপ্রক্রিয়া সম্ভব নয়। তাই কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করে কলকাতা পুরভোট চেয়েছিল বিজেপি। সেই আর্জি নিয়েই সুপ্রিমকোর্টে যায়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তারা চায় এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানানো হোক।
অন্যদিকে সোমবারের সর্বদল বৈঠক প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, জেলাশাসকই নির্বাচন পরিচালনা করেন।