Chandannagar Municipal Election: চন্দননগরে প্রকাশ হল বামেদের প্রার্থী তালিকা, ভরসা রেড ভলান্টিয়ারদের ওপর
Chandannagar Municipal Election: বৃহস্পতিবার চন্দননগর পুরনিগম ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। চন্দননগর বামফ্রন্ট এরিয়া কমিটির সম্পাদক পিনাকি চক্রবর্তী প্রার্থী তালিকা প্রকাশ করেন এ দিন।
চন্দননগর : রাজ্যে ফের বেজেছে ভোটের দামামা। শাসক- বিরোধী সব শিবিরেই চড়ছে রাজনীতির পারদ। বৃহস্পতিবার চন্দননগর পুরনিগমের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। এ দিন চন্দননগর বামফ্রন্ট এরিয়া কমিটির সম্পাদক পিনাকি চক্রবর্তী প্রার্থী তালিকা ঘোষণা করেন।
চন্দননগর পুরনিগমের ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ৩০ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এ দিন। ৩৩ টি আসনের মধ্যে ৩০ টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম প্রার্থীরা। বাকি ৩টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করবে ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা। ৫, ১১ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেনি তারা। ৫ ও ১১ নম্বর ওয়ার্ডে সিপিআইএম ও ২৬ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা হবে পরে।
১১ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। তার মধ্যে ২ জন তফশিলী জাতির অন্তর্ভুক্ত। ৭ তরুণ মুখ রয়েছে তালিকায়। রেড ভলেন্টিয়ার হিসেবে কোভিডকালে কাজ করেছেন, এমন যুবক-যুবতীদের রাখা হয়েছে প্রার্থী তালিকায়।
পিনাকি চক্রবর্তী এ দিন জানান, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য় করার জন্য যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের জায়গা দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। পাশাপাশি, অনেক পুরনো কাউন্সিলরও রয়েছে বলে জানান তিনি।
এ দিন আসানসোলেও প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৭৮ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা সামনে নিয়ে এসেছেন জেলা বাম নেতৃত্ব। যার মধ্যে সিপিআইএম প্রার্থীর সংখ্যা ৬২, ফরওয়ার্ড ব্লকের ১১ জন এবং সিপিআই-র প্রার্থী রয়েছে ৫ জন। এদিকে জোট বা আসন সমঝোতা যে হচ্ছে না, আগেই সে ইঙ্গিত দিয়েছিলেন বাম ও কংগ্রেস নেতারা। এদিন বামেদের এই প্রার্থী ঘোষণার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল আসানসোলেও বাম-কংগ্রেস জোট হচ্ছে না।
বাম নেতৃত্বের দাবি, আঞ্চলিক সমীক্ষা করে যদি দেখা যায় তৃণমূল বা বিজেপিকে পরাস্ত করতে পারবে এমন কোনও স্বচ্ছ বা সম্মানীয় নির্দল প্রার্থী রয়েছেন। প্রয়োজনে তাঁদের সমর্থন করবেন বামেরা। এদিকে বামেদের হয়ে টিকিট পাবেন কিনা, এই আশঙ্কায় আগেভাগেই মনোনয়ন তুললেন একাধিক নেতা। তবে ওই নেতাদের দাবি, তাঁরা কাজ এগিয়ে রাখছেন। টিকিট তাঁরাই পাবেন। দলের নির্দেশেই তাঁরা একাজ করেছেন।
এ দিকে আজ সব চার পুর নিগমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় মূলত কয়েকটি জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। প্রার্থীর ভাবমূর্তি স্বচ্ছ কি না, তাঁর জেতার ক্ষমতা রয়েছে কি না, আর প্রার্থী তাঁর এলাকায় দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পারবেন কি না, তা খতিয়ে দেখা হয়েছে।
আরও পড়ুন : Omicron Death: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ওমিক্রন আক্রান্ত ব্যক্তির, সংক্রমণ নিয়ে বাড়ল উদ্বেগ