Punjab: বিএসএফ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা, প্রস্তাব পাশ পঞ্জাব বিধানসভায়
Punjab, BSF, অক্টোবরের শুরুতে ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালানো, সন্দেহভাজনদের গ্রেফতার এবং আটক করার ক্ষমতা বিএসএফকে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
চণ্ডীগঢ়: সম্প্রতি সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের কাজের এলাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, তারই প্রতিবাদে, এই সিন্ধান্ত প্রত্যাহারে আবেদন জানিয়ে প্রস্তাব পাশ হল পঞ্জাব বিধানসভায়। বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পাশ করান পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সীমান্তবর্তী রাজ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এখতিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। প্রস্তাব পাশ হওয়ার পর পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ ও পঞ্জাবের জনগণের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ।
প্রস্তাবে বলা হয়েছে, “পঞ্জাব হল শহীদ এবং বীরদের রাজ্য। পঞ্জাবিরা স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে ১৯৬২, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালের যুদ্ধে অনুকরণীয় ত্যাগ স্বীকার করেছে এবং বীরত্বের পুরস্কার পেয়েছে। পঞ্জাব পুলিশ সমগ্র দেশের মধ্যে একটি অনন্য দেশপ্রেমিক বাহিনী, যারা ভারতের একতা ও অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে।। সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব এবং এই কাজ করতে পঞ্জাব সরকার সম্পূর্ণরূপে সক্ষম।”
তিনি আরও বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারে উচিৎ ছিল রাজ্যগুলির সঙ্গে অন্তত একবার আলোচনা করা। “রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার বিএসএফের কাজের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার সিদ্ধান্ত রাজ্যের প্রতি অবিশ্বাসের প্রতীক। পঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সস্তা রাজনীতির কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের সব রাজনৈতিক দলের উচিৎ ১১ অক্টোবরের এই কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করা এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন প্রত্যাহারের জন্য আবেদন জানানো।”
অক্টোবরের শুরুতে ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালানো, সন্দেহভাজনদের গ্রেফতার এবং আটক করার ক্ষমতা বিএসএফকে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের কোনও রকম বাধা বা অনুমতি ছাড়াই পঞ্জাব, অসম, পশ্চিমবঙ্গের মত সীমান্তবর্তী রাজ্যগুলিতে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার এলাকায় কাজ করতে পারবে বিএসএফ। যদিও মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের মত উত্তর পূর্বের পাঁচটি রাজ্যে বিএসএফে একতিয়ার ২০ কিলোমিটার কমানো হয়েছে। একইভাবে গুজরাটে, বিএসএফের একতিয়ার ৮০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত কমানো হয়েছে।