PM Narendra Modi: ‘কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যার বাজার’, গেহলট সরকারকে কড়া ‘সত্যি’র ডোজ় মোদীর
Rajasthan Assembly Election 2023: শনিবার রাজস্থানের বিকানিরের সভা থেকে রাজ্যের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, " কংগ্রেস সরকারের কারণে কৃষকরা সবথেকে বেশি ভুগেছেন... যবে থেকে রাজস্থানের ক্ষমতায় এসেছে কংগ্রেস, তবে থেকে কী কী কাজ করেছে?"
জয়পুর: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, রাজস্থান সহ একাধিক রাজ্যে বছরের শেষভাগে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই এক ঢিলেই দুই নির্বাচনের প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। শনিবার ভোটমুখী দুই রাজ্য- তেলঙ্গানা ও রাজস্থানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাজস্থানের বিকানিরে জনসভায় একদিকে যেমন বিগত ৯ বছরে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, তেমনই রাজস্থানের (Rajasthan) শাসক দল কংগ্রেসকে (Congress) এক হাত নিয়ে তিনি বলেন, “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যার বাজার।”
আর কয়েক মাস পরেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে নির্বাচনী প্রচার চালাতে শুরু করেছে শাসক ও বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী মোদীও একাধিকবার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে ও জনসভায় যোগ দিতে রাজস্থানে গিয়েছেন। বিগত ৯ মাসে এই নিয়ে ৭ বার রাজস্থানে যান প্রধানমন্ত্রী মোদী।
#WATCH | ‘Congress ka matlab hai loot ki dukan, jhooth ka bazaar’…Farmers of Rajasthan have suffered the most due to the Congress government…Ever since the Congress government came to power in Rajasthan, what did they do? For 4 years, the entire Congress party and the… pic.twitter.com/R6yONkP0L1
— ANI (@ANI) July 8, 2023
শনিবার রাজস্থানের বিকানিরের সভা থেকে রাজ্যের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ” কংগ্রেস সরকারের কারণে কৃষকরা সবথেকে বেশি ভুগেছেন… যবে থেকে রাজস্থানের ক্ষমতায় এসেছে কংগ্রেস, তবে থেকে কী কী কাজ করেছে? চার বছর ধরে গোটা কংগ্রেস পার্টি ও তার সরকার নিজেদের মধ্যে লড়াই করে গিয়েছে কেবল। একে অপরের পা ধরে টানাটানি করেছে। রাজস্থানে কংগ্রেস সরকার রাজ্যের কেবল ক্ষতি করেছে।”
কংগ্রেসকে দুষে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমরা দিল্লি থেকে রাজস্থানের জন্য বিভিন্ন প্রকল্প পাঠাই। কিন্তু জয়পুরে কংগ্রেস তা ছিড়ে-খুড়ে নেয়। রাজস্থানের বা আপনাদের সমস্যা নিয়ে কংগ্রেসের কিছু যায় আসে না। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পে প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, তা নিয়েও সমস্যা কংগ্রেসের। বিগত বছর গুলিতে রাজ্যের কেবল ক্ষতিই করেছে কংগ্রেস।”