Siliguri Municipal Election: বৃদ্ধাকে নিয়ে বুথে ঢুকলেন মহিলা, ওড়নার আড়াল থেকে উঁকি মারছে তৃণমূলের ব্যাজ…

Siliguri Municipal Corporation Election 2022: রাজ্য নির্বাচন কমিশনকে ফোনে এদিন অশোকবাবু বলেন, বুথে একাধিক লোক রয়েছে।

Siliguri Municipal Election: বৃদ্ধাকে নিয়ে বুথে ঢুকলেন মহিলা, ওড়নার আড়াল থেকে উঁকি মারছে তৃণমূলের ব্যাজ...
এই মহিলাকে ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 12:21 PM

শিলিগুড়ি: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এক ভোটারকে নিয়ে বুথের ভিতর তৃণমূলের কর্মী ঢুকে পড়েন বলে অভিযোগ। শনিবার শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Election) ভোট চলাকালীন ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এক মহিলা এক বৃদ্ধা ভোটারকে নিয়ে বুথের ভিতর ঢুকে যান। ওই মহিলা সামনে দাঁড়িয়ে থেকে ভোট করান বলেও অভিযোগ। দেখা যায়, অভিযুক্তের ওড়নার ফাঁক থেকে উঁকি মারছে তৃণমূলের (Trinamool Congress) ব্যাজ। অভিযোগ পেতেই এই ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য নির্বাচন কমিশনে ফোনে অভিযোগ জানান৷ যদিও গোটা বিষয়টিতে কোথাও ভুল হয়েছে বলেই দাবি অভিযুক্তের। পুলিশের বক্তব্য, অভিযোগ আসতেই বের করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই মহিলার কথায়, “আমি জানতাম না। সরি। আমি আসলে আমার কাকিমা ধরে নিয়ে গিয়েছিলাম। উনি বয়স্ক মানুষ। ওনাকে ধরে নিয়ে যেতে হয়েছে।” ওই মহিলা নিজের নাম সাইনা খাতুন বলেন। যদিও নাম বলতে গিয়েও কিছুটা ঢোক গেলেন তিনি।

সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য এদিন সকালেই বলেছিলেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে। তবে বেলা গড়াতেই বেড়েছে অভিযোগও। রাজ্য নির্বাচন কমিশনকে ফোনে এদিন অশোকবাবু বলেন, বুথে একাধিক লোক রয়েছে। প্রার্থী, এজেন্ট থাকতে পারে। সেখানে এত মানুষ কেন দাঁড়িয়ে, প্রশ্ন করেন তিনি। পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হোক, এই আর্জিও জানান শিলিগুড়ির প্রাক্তন মেয়র।

যদি এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আলম খান বলেন, “আমি দেখিনি। ভুল করে ঢুকে পড়েছিলেন বলে শুনেছি। এটা কোনও বিষয় নয়। ভোটারদের প্রভাবিত করার কোনও প্রশ্নই নেই। মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দিদিকে ভোট দেবেন।”

আরও পড়ুন: WB Municipal Election 2022 LIVE Updates: ভোট শুরু হতেই ভুয়ো ভোটারের অভিযোগ বিধাননগরে

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা