Siliguri Municipal Election: অসুস্থ ভোটারকে ধরে আনছিলেন বিজেপি প্রার্থী, ‘ছিনিয়ে’ নেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে!
Siliguri Municipal Election: নির্বাচনের সময় কী করে বিধায়কের নাম লেখা অ্যাম্বুলেন্সে করে ভোটগ্রহণ কেন্দ্র থেকে অসুস্থ ভোটারকে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
শিলিগুড়ি: অসুস্থ ভোটারকে বুথ থেকে বের করে আনছিলেন বিজেপি প্রার্থী (BJP)। অভিযোগ, তৃণমূলের প্রার্থী (TMC) তা দেখতে পেয়ে কার্যত ছিনিয়ে নিয়ে যান ওই ভোটারকে। এমন ঘটনায় শনিবার সকাল থেকে শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Election) ১২ নম্বর ওয়ার্ডে হইচই। এমনও অভিযোগ, তৃণমূলের একটি অ্যাম্বুলেন্সও ভোটকেন্দ্রের পাশে দাঁড় করানো ছিল। সেখানেই ওই ভোটারকে তোলা হয়। বিরোধীদের দাবি, এভাবে কোনও রাজনৈতিক দল কীভাবে তাদের অ্যাম্বুলেন্স ভোটকেন্দ্রের বাইরে রেখে দিল? পাল্টা তৃণমূলের দাবি, ভোটের রাজনীতি তারা করে না। মানুষের বিপদে পাশে থাকারই ব্রত দলের। শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের ২৬/৮১ বুথ রয়েছে কৃষ্ণমায়া মেমোরিয়াল প্রাইমারি স্কুলে। সেখানেই ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক প্রবীণ ভোটার। তাঁর নাম তারাপদ পাল। ভোট দেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তৃণমূলের তরফ থেকে অ্যাম্বুলেন্স করে ওই বৃদ্ধকে বাড়ি নিয়ে যাওয়া হয়। অসুস্থ বৃদ্ধকে বিজেপি প্রার্থী ভিতর থেকে বাইরে আনতেই তৃণমূল প্রার্থী দৌড়ে গিয়ে তাঁকে একরকম বিজেপি প্রার্থীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলেন বলে অভিযোগ।
নির্বাচনের সময় কী করে বিধায়কের নাম লেখা অ্যাম্বুলেন্সে করে ভোটগ্রহণ কেন্দ্র থেকে অসুস্থ ভোটারকে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পালের প্রশ্ন, কীভাবে একটা রাজনৈতিক দল এই ঘটনা ঘটাতে পারে। যদিও তৃণমূল প্রার্থী বাসুদেব ঘোষের দাবি, তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে। তাই তারা আগাম অ্যাম্বুলেন্স আনিয়ে রেখেছিলেন ভোট গ্রহণ কেন্দ্রের পাশেই। সেই অ্যাম্বুলেন্সই কাজে লেগে গিয়েছে।
একইসঙ্গে বাসুদেব ঘোষ বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে রাজনীতি নয়, তাঁকে সঠিক জায়গায় নিয়ে যাওয়াই প্রথম কর্তব্য। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার অমিতাভ ভট্টাচার্য বলেন, ভোট দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর ওনাকে প্রাথমিক সুস্থতার জন্য ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর শুইয়ে রাখা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়।
আরও পড়ুন: WB Municipal Election 2022 LIVE Updates: ভোট শুরু হতেই ভুয়ো ভোটারের অভিযোগ বিধাননগরে
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা