তামিলনাড়ু-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই আপতত আলোচনায় মগ্ন দেশের রাজনৈতিক মহল। এই অবস্থায় আমরা পাঠকদের সুবিধার কথা মাথায় রেখে বিধানসভা ভিত্তিক পেজ তৈরি করেছি। ফলে খুব সহজেই আপনারা জানতে পারবেন কোন রাজ্যের কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী বা কোন দল জয়লাভ করেছে।
দলের প্রধান কমল হাসান মুখ খুলেছেন একবারই, তার সবচেয়ে ঘনিষ্ট নেতা ডঃ মহেন্দ্রনের ইস্তফার পর। সেই সময় তিনি বলেছিলেন, "এমনিতেই বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়া হত। মহেন্দ্রনের নাম ওই তালিকায় সবার উপরে ছিল।"
কংগ্রেস ও অন্যান্য জোটসঙ্গীর হাত ধরে ডিএমকে বিধানসভা নির্বাচনে মোট ১৫৯ টি আসনে জয়ী হয়োছে। এরমধ্যে ডিএমকে একাই পেয়েছে ১৩৩ টি আসন। এই প্রথমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন এমকে স্ট্যালিন।
দল ছেড়ে আর মহেন্দ্রন বলেন, বলেন, "বহু মানুষই এই আশা নিয়ে খেটেছিল যে নির্বাচনের পর পরিস্থিতির বদল আসবে। সেই কারণেই আমি ওনার (কমল হাসান) সঙ্গে ছিলাম। কিন্তু বিগত কয়েক মাস ধরেই তাঁর আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করিনি আমি।"
Exit Poll Results 2021 LIVE Streaming Today: কিছুক্ষণের মধ্যেই সামনে আসতে চলেছে TV9 বাংলার এক্সিট পোল। বাঙালির মন ঠিক কোনদিকে, সেই ইঙ্গিত যেমন এতে বুঝতে পারা যাবে। তেমনই এই রাজ্যের পাশাপাশি বাকি তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে হওয়া নির্বাচনের দিকেও নজর থাকবে গোটা দেশ তথা রাজ্যবাসীর।
বিরুধুনগর জেলার শ্রীভিলিপুথুর আসন থেকে কংগ্রেসের হয়ে লড়ছিলেন মাধব রাও। মার্চ মাসের শেষেই করোনা আক্রান্ত হন তিনি। এ দিন সকালে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।