Uttar Pradesh Assembly Election 2022 : ‘হঠাৎ করেই বিজেপির আবহাওয়া খারাপ!’ মোদীকে আক্রমণ অখিলেশের জোটসঙ্গীর

Jayant Chaudhury : বিজনোরে আজ প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য তা বাতিল করা হয়। সেই ঘটনায় প্রধান মন্ত্রীকে আক্রমণ করলেন অলিখেশের জোটসঙ্গী জয়ন্ত চৌধুরি।

Uttar Pradesh Assembly Election 2022 : 'হঠাৎ করেই বিজেপির আবহাওয়া খারাপ!' মোদীকে আক্রমণ অখিলেশের জোটসঙ্গীর
জয়ন্ত চৌধুরি (ছবি সৌজন্যে : টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 3:35 PM

লখনউ : আর মাত্র তিনদিন। তারপরেই দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা ও লোকসভা আসন সমন্বিত রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ভোট ব্যাঙ্ক অনেকটা গুরুত্ব রাখে। ১০ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন উত্তর প্রদেশে। তার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে সব রাজনৈতিক দল। তার সঙ্গে চলছে বিরোধী পক্ষকে আক্রমণের পালাও। এই আবহে রাষ্ট্রীয় লোক দল (RLD) প্রধান জয়ন্ত চৌধুরি সোমবার আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জয়ন্ত চৌধুরির আরএলডি উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে জোট করেছে। সোমবার উত্তর প্রদেশের বিজনোরে যাওয়ার কথা (Bijnor) ছিল প্রধানমন্ত্রীর। খারাপ আবহাওয়ার কারণে নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বিজনোরে তাঁর সশরীরে প্রচার বাতিল করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই সপার জোটসঙ্গী আরএলডি এর জয়ন্ত চৌধুরি এদিন মোদীকে ব্যঙ্গ করেছেন। তিনি মোদীকে কটাক্ষ করে বলেছেন জনগণের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ার পর তাঁদের মুখোমুখি হতে প্রস্তুত নয় বিজেপি।

মীরাট ক্যান্টনমেন্টের একটি জনসভায় রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরি বলেছেন, “বিজেপি এর আগে বিজনোরে আরও ভালো বিদ্যুৎ ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী আজ তাঁদের সঙ্গে দেখা করতে গেলে জনগণ তাঁকে প্রশ্ন করতেন। তাই হঠাৎ করেই বিজেপির আবহাওয়া খারাপ হয়ে গেল।” এরপর অখিলেশের জোটসঙ্গী জয়ন্ত চৌধুরি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন। সম্প্রতি যোগী আদিত্যনাথ একটি জনসভা থেকে বলেছেন যে তিনি অন্যান্য বিরোধী দলকে ঠান্ডা করে দেবেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে আজ জয়ন্ত চৌধুরি বলেছেন, “তাঁরা আমাদের ঠান্ডা করতে চায় কিন্তু এখানে অনেক উত্তাপ রয়েছে। তাঁরা জিন্নাকে নিয়ে কথা বলতে চায় কিন্তু আমরা চাকরি এবং আখের বকেয়া নিয়ে কথা বলতে চাই।”

বিজনোর এলাকা আখের চাষের জন্য বিখ্যাত। বিজনোরে ৮ টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে পাঁচটি বিজেপির এবং বাকি তিনটি সমাজবাদী পার্টির দখলে রয়েছে। এই জেলার প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা দলিত এবং মুসলিম। এখানে দুটি লোকসভা আসন রয়েছে – বিজনোর এবং নাগিনা। এই দুটি লোকসভা আসনই বহুজন সমাজ পার্টির দখলে। বিজনোর জেলাটি পশ্চিম উত্তর প্রদেশের কাছাকাছি অবস্থিত। এই পশ্চিম উত্তর প্রদেশে জাঠ ও কৃষকদেরই আধিপত্য বেশি। জাঠরা বিজেপির ভোটব্যাঙ্ক ছিল। বিজেপি জাঠদের থেকে গত নির্বাচনে ভালো সমর্থন পেয়ে এসেছে। কিন্তু কেন্দ্রের তিন কৃষি আইন মেনে নিতে পারেনি বহু জাঠ সম্প্রদায়ের মানুষ। তাঁরা এক বছর ব্যপী কৃষক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সমর্থন করেছিলেন। তাঁদের পাশে ছিলেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরি। তাই এই বছরের নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশে নির্বাচনের সমীকরণ ঘুরে যেতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জাঠদের ঘারে মলম লাগাতে গত মাসে দিল্লিতে জাঠদের নিয়ে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত আজ বিজনোরে সশরীরে প্রচার না করলেও ভার্চুয়াল সমাবেশ করেছেন মোদী। সেইসময় তিনি সমাজবাদী পার্টিকে আক্রমণ করেন। এ দিন ভার্চুয়াল মাধ্যমেই বিজনোরের জন চৌপল ব়্যালিতে যোগ দেন তিনি। সভা থেকে অখিলেশের দল তথা সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, অপরাধীরা ক্ষমতার পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে। তাঁর দাবি, উত্তর প্রদেশে বিজেপি শাসন চলে গেলেই ফিরবে অপরাধীরা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা