বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কামারহাটি, আহত গেরুয়া শিবিরের ৪ কর্মী

শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগ।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কামারহাটি, আহত গেরুয়া শিবিরের ৪ কর্মী
আহত বিজেপি কর্মী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2021 | 12:50 PM

কামারহাটি: দ্বিতীয় দফা (2nd Phase) শেষ। সামনেই তৃতীয় দফা। এখনও রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। বৃহস্পতিবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল কামারহাটি (Kamarhati)। ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। চার বিজেপি (BJP) আহত হয়েছেন বলে খবর।

কামারহাটির ২৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। ফেস্টুন ও পতাকা লাগানোকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে প্রথমে বচসা তৈরি। বচসা থেকে হাতাহাতি ও পরে সংঘর্ষের চেহারা নেয়। বিজেপির অভিযোগ রড় ও লাঠি নিয়ে তেড়ে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই দাবি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়নি, সাফ জানাল কমিশন

বিজেপি নেতাদের দাবি, রড, বাঁশ দিয়ে মেরেছে তৃণমূলের লোকজন। প্রায় ঘণ্টাখানেক তাঁদের আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ। কামারহাটির বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁগের বহিরাগত বলে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে’, দিব্যেন্দু অধিকারীর চিঠি জেলাশাসককে

রমেন দাস, সোমেন দাস সহ এলাকার বেশ কয়েকজন স্থানীয় নেতার নামও নিয়েছেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। হাসপাতালে গেলে ডুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তবে বিজেপির বিরুদ্ধে, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুললেও তৃণমূলের নেতা-কর্মীরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।