লাল থেকে সবুজ তারপর গেরুয়া ছোঁয়া! জঙ্গলমহল এ বার কার? লাখ টাকার প্রশ্ন

একুশের লড়াইয়ে তাই মিশন ঝাড়গ্রাম (Jhargram)। তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কেন্দ্রে লেগেই রয়েছে হাইভোল্টেজ প্রচার, হেভিওয়েট নেতামন্ত্রীদের যাতায়াত।

লাল থেকে সবুজ তারপর গেরুয়া ছোঁয়া! জঙ্গলমহল এ বার কার? লাখ টাকার প্রশ্ন
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 6:23 PM

ঝাড়গ্রাম: এক সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। তার পর মাওবাদী আন্দোলনের চেনা গড় ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র হয়ে ওঠে মমতার তুরুপের তাস। জঙ্গলমহলে উন্নয়নের বান ডাকলেও ক্রমশ তাতে ভাটার টান। খাওয়ার জল নেই, পড়াশোনা-রোজগারের সুযোগ নেই, কৃষিজমির মান থেকে চাষের আধুনিক প্রযুক্তির অভাব—অভিযোগের পাহাড় জমছে দীর্ঘদিন ধরেই।

২০১৪ সাল। নিত্যদিনের অভাব অভিযোগ হাতিয়ার করে সাঁওতাল—কুর্মিদের আদিবাসী গড়ে ঢুকে পড়ে আরএসএস। ঘরে ঘরে পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা, চাষবাসে জরুরি পরামর্শ, এলাকায় স্কুল খোলা—সবেতেই মুশকিল আসান। ফলও পেয়েছে হাতে হাতে। ২০১১, ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ২০১৮-র পঞ্চায়েত ভোটে থাবা বসায় বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটেও সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই পদ্মের ঝুলিতে।

ভোটের ঝাড়গ্রাম

২০১১ বিধানসভা ভোট: ১৫ হাজার ২৭৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুকুমার হাঁসদা নির্দল প্রার্থী হিসেবে ছত্রধর মাহাতো তৃতীয় স্থানে

২০১৬ বিধানসভা ভোট: ৫৫ হাজার ২২৮ ভোটে জয়ী তৃণমূলের সুকুমার হাঁসদা দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর চুনীবালা হাঁসদা

২০১৮ পঞ্চায়েত ভোট: ৮০৬ আসনের ৮০৫টিতে লড়াই ৩৯৯ আসন তৃণমূলের বিজেপির ৩২৯ বামেদের দখলে ১৪

২০১৯ লোকসভা ভোট: সাত বিধানসভা আসনে লড়াই বিজেপির জয় নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বান্দোয়ানে তৃণমূলের দখলে শালবনি, বিনপুর

একুশের লড়াইয়ে তাই মিশন ঝাড়গ্রাম। তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কেন্দ্রে লেগেই রয়েছে হাইভোল্টেজ প্রচার, হেভিওয়েট নেতামন্ত্রীদের যাতায়াত। লাগাতার জনসভা অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডাদের। নড়েচড়ে বসে প্রতিশ্রুতির ঝুলি উপুড় মমতারও। জল সরবরাহ, বিনামূল্যে রেশন থেকে কারিগরি শিক্ষার ব্যবস্থা — আশ্বাস সবেরই।

চোখ একুশে

বড় ফ্যাক্টর আদিবাসী ভোট (মাহাতো – ১৫.৬ শতাংশ ভোটার)

তফসিলি উপজাতি – ২৩.১% তফসিলি জাতি – ১৮.৫%

তৃণমূল প্রার্থী: বীরবাহা হাঁসদা সাঁওতালি ছবির জনপ্রিয় অভিনেত্রী ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা ও চুনীবালা হাঁসদার মেয়ে এর আগে ২০১৯-এর লোকসভা ভোটে লড়েছেন। * বিধায়ক সুকুমার হাঁসদা সদ্য প্রয়াত

বিজেপি প্রার্থী: সুখময় শতপথী বিজেপি জেলা সভাপতি

সিপিএম প্রার্থী: মধুজা সেনরায় সিপিএম রাজ্য কমিটির সদস্য এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে লড়েছেন টালিগঞ্জ কেন্দ্রে

ঘাসফুল নাকি পদ্ম? নাকি হাত-কাস্তের জোট? আদিবাসী মন ঝুঁকে কার দিকে? মিশন ঝাড়গ্রামে কে বলবে চেকমেট? অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।