তিন দিন আটকাবে, চতুর্থ দিন কোচবিহার যাব: মমতা

চতুর্থ দফা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার জনের। আর সেই ঘটনার পর নতুন প্রচার বিধির কথা জানিয়েছে নির্বাচন কমিশন

তিন দিন আটকাবে, চতুর্থ দিন কোচবিহার যাব: মমতা
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Apr 11, 2021 | 10:45 AM

কলকাতা: শনিবার চতুর্থ দফা ভোটের দিন রক্তাক্ত হয়েছে বাংলা। কোচবিহারের জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। আজই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শীতলকুচিতে যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু শনিবারই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ঘোষণা করা হয় ঘটনার পরবর্তী ৭২ ঘন্টা কোনও রাজনৈতিক দল কোচবিহারে ঢুকতে পারবে না। আর তাতেই বাতিল হয়ে যায় মমতার পরিকল্পনা। রবিবার মমতা জানালেন তিনদিন আটকালেও চতুর্থ দিন তিনি ঠিকই যাবেন কোচবিহার।

রবিবার সকালে কমিশনকে আক্রমণ করে ফের একটি টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের নাম বদলে রাখা উচিত মোদী কোড অফ কন্ডাক্ট। তিনি দাবি করেছেন বিজেপি সর্বশক্তি দিয়ে তাঁকে থামাতে পারবে না। বিশ্বের কোনও শক্তি তাকে আটকাতে পারবেনা বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেছেন তিনদিন কোচবিহারে ঢুকতে দেওয়া হবে না ঠিকই, কিন্তু চতুর্থ দিন তিনি ঠিক যাবেন সেখানে।

কোচবিহারের ঘটনার পর অবশ্য শুধু কোচবিহারের জন্যই নয়, নির্বাচনী প্রচারের বিধিতেও বদল আনে কমিশন। কমিশনের তরফে শনিবার জানানো হয়েছে, পঞ্চম দফা ভোটের ৭২ ঘন্টা আগে কোনও নির্বাচনী প্রচার করা যাবে না। হিংসা বিহীন ভোট করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

জোরপাটকির ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতার উস্কানিকেই দায়ী করেছেন নরেন্দ্র মোদী। এই ঘটনায় রাজ্যে এসে দুঃখ প্রকাশ করেছেন তিনি।