মিউজ়িকাল থিমকে সঙ্গী করে অস্কার জিতেছে যে ছয় ছবি

দেখে নেওয়া যাক অ্যাওয়ার্ড প্রাপ্ত ওই ছয় ছবির হাল হকিকত। আর আপনারাও ঝালিয়ে নিল এদের মধ্যে কোন কোনটি আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন, আর কোন কোনটি তুলে রেখেছেন ভবিষ্যতের জন্য?

মিউজ়িকাল থিমকে সঙ্গী করে অস্কার জিতেছে যে ছয় ছবি
'মাই ফেয়ার লেডি' সিনেমার একটি দৃশ্য।
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 1:57 PM

রকঅন থেকে শুরু করে রকস্টার– বলিউডে মিউজ়িকাল থিমকে কেন্দ্র করে ছবির চাহিদা রয়েছে। আর হলিউডে? আপনাদের জানিয়ে রাখি শুধু যে চাহিদা রয়েছে তাই নয়, ইতিহাস বলছে গানকে কেন্দ্র করে ছবি অস্কারের ইতিহাসে ইতিমধ্যেই ছিনিয়ে নিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কারও। একবার নয় ছয়-ছয় বার। তবে এই ছয় ছবিই বেশ পুরনো। ১৯৮৪ সালে এখনও পর্যন্ত শেষবার এই থিমকেন্দ্রিক ছবি অস্কার জিতেছিল। তার পর একটা লম্বা গ্যাপ? তবে কি মিউজ়িকাল থিম কেন্দ্রিক ছবির জনপ্রিয়তা হারাচ্ছে হলিউড? তা তর্কের বিষয়। তবে দেখে নেওয়া যাক অ্যাওয়ার্ড প্রাপ্ত ওই ছয় ছবির হাল হকিকত। আর আপনারাও ঝালিয়ে নিল এদের মধ্যে কোন কোনটি আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন, আর কোন কোনটি তুলে রেখেছেন ভবিষ্যতের জন্য?

দ্য ব্রডওয়ে মেলোডি

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯২৯ সালে। প্রথম মিউজিকাল ছবি হিসেবেই যে অস্কার এসেছিল টিম ‘দ্য ব্রডওয়ে মেলোডির ঘরে তা কিন্তু নয়, প্রথম সবাক ছবি হিসেবেও অস্কার জিতেছিল ওই ছবি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ন্যাসিও হার্ব ব্রাউন।

অ্যান অ্যামেরিকান ইন প্যারিস

এই ছবি মুক্তি পায় ১৯৫১ সালে। নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। এর মধ্যে সাতটি বিভাগের শ্রেষ্ঠত্বের শিরোপা ছবিটি। প্যারিস শহরে তিন বন্ধুর ওঠাপড়া নিয়েই ছবিটি। মার্কিনী সুরকার জর্জ গারসউইনের অর্কেস্ট্রাল কম্পোজিশনের ওপরেই নির্ভর করে ছবিটি। লিরিক্স লিখেছিলেন জর্জের বোন ইরা।

ওয়েস্ট সাইড স্টোরি

এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৬১ সালে। একটা নয়, মোট ১১টি বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ছবিটি। এদের মধ্যে অবশ্যই ছিল শ্রেষ্ঠ ছবির মুকুটও। শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকেই অনুপ্রাণিত ছিল ছবিটি। নিউ ইয়র্ক সিটিতে দুই দলের ঝামেলা এবং ওই দুই প্রতিপক্ষ দলের দুই ছেলে মেয়ের ভালবাসা নিয়েই ছবি। পরিচালক স্টিভেন স্পিলবারগ আবারও এই বছরই ডিসেম্বর নাগাদ ওয়েস্ট সাইড স্টোরির অ্যাডাপটেশন নিয়ে আসতে চলেছেন বড় পর্দায়।

অ্যামাডিস ছবির দৃশ্য 

মাই ফেয়ার লেডি

মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে। নাট্যকার জর্জ বারনারড শ’র লেখা ‘পিগম্যালিয়ন’ থেকে অনুপ্রাণিত ছবি এটি। মুখ্য চরিত্রে ছিলেন অড্রে হেপবার্ন। এই ছবিটিও জিতে নিয়েছিল শ্রেষ্ঠ ছবির মুকুট।

দ্য সাউণ্ড অব মিউজিক ছোটবেলায় সুর করে ‘ডোরেমি’ গেয়েছেন? এই ছবি থেকেই জনপ্রিয় হয়েছিল গানটি। ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি শুধু যে শ্রেষ্ঠ ছবির সম্মানই পেয়েছিল তা নয়, ছবিটির পরিচালক রবার্ট ওয়াইজ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকেরও মুকুট।

অ্যামাডিস ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্লট ছিল মোজার্ট এবং সেলিয়ারির শত্রুতা। সেলিয়ারি ছিলেন একজন ইতালিয়ান সুরকার। অন্যদিকে মোজার্ট ছিলেন বিখ্যাত সুরকার। অস্কার পাওয়ার পাশপাশি এই ছবি গ্র্যামির মঞ্চে শ্রেষ্ঠ ক্লাসিক্যাল চার্ট বিভাগে ছিনিয়ে নিয়েছিল শ্রেষ্ঠ পুরস্কার।