সর্বভারতীয় একজন অভিনেতা। শুধু তামিল ছবিতে নয়, বিভিন্ন ভাষায় ছবি করেছেন কমল হাসান। তামিল ছবির ‘হার্টথ্রব’ হওয়ার অনেক আগে তিনি প্রায় ২৪ মালায়ালি ছবি করে ফেলেছিলেন কমল হাসান। এমনকি হিন্দি এবং তেলেগু ছবিতেও বেশ কিছু কাজ করেছেন কমল। ‘মারো চরিত্র’, ‘সাগর সঙ্গম’, ‘স্বাতী মুত্তম’-এর মতো ছবিতে অভিনয় করে তেলগু ছবির মুখ হয়ে উঠেছিলেন তিনি। বলিউডের বেশ বড় নাম হয়ে উঠেছিলেন তাঁর অভিনয়ের কৃতিত্বে। ‘সাগর’ ‘সদমা’ ‘এক দুজে কে লিয়ে’র মতো ছবিতে তাঁর অভিনয় এখনও এভারগ্রিন। কন্নড এবং বাংলা ভাষাতেও ছবি করেছেন কমল হাসান।