‘হু ইজ বাউল’ তথ্যচিত্রে বাউল যাপন চেনার প্রয়াস

বাউল জীবনের নেশায় বহু মানুষ ঘর ছাড়তে চান। বহু মানুষ বাউল তত্ত্বকে আঁকড়ে খুঁজতে চান জীবনের মানে। কিন্তু বাউল তত্ত্ব আদৌ অতটা সহজ নয়। বিভিন্ন বাউল ও তাঁর সঙ্গীদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্রটাই তথ্যচিত্রে ধরার চেষ্টা করেছেন বলে জানালেন পরিচালক।

‘হু ইজ বাউল’ তথ্যচিত্রে বাউল যাপন চেনার প্রয়াস
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 9:33 PM

পশ্চিমবঙ্গকে চিনতে গেলে, বাংলাকে বুঝতে গেলে বাউলকে বুঝতে হবে। এমনটা মনে করেন বাংলার শিল্প সচেতন বহু মানুষ। ঈশ্বর সাধনার এ এক অনন্য পথ। ইউনেসকোর তরফেও বাউল তত্ত্বকে ‘হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে ব্যখ্যা করা হয়েছে। প্রায় হাজার বছরের পুরনো এই তত্ত্ব নিয়েই এবার ছবি তৈরি করলেন পরিচালক সাইরাম সাইগুরু। ছবির নাম ‘হু ইজ বাউল’।

পরিচালক জানিয়েছেন, বাউলদের ঈশ্বর হল সঙ্গীত। সঙ্গীত সাধনার মধ্যে দিয়েই তাঁরা ঈশ্বরের সেবা করেন। বর্তমান আধুনিক সমাজে বাউলদের জীবনযাপন অনেকটাই কোণঠাসা। নতুন প্রজন্মের অনেকেই হয়তো বাউলদের যাপন সম্পর্কে সঠিক তথ্য জানেন না। সে কারণেই এই তথ্যচিত্রটি তৈরি করেছেন তিনি। বাউলদের গুরু থাকলেও কোনও নির্দিষ্ট ধর্মাবলম্বী তাঁরা নন। এসবই ধরা পড়েছে এই ৫৪ মিনিটের তথ্যচিত্রে।

বাউল জীবনের নেশায় বহু মানুষ ঘর ছাড়তে চান। বহু মানুষ বাউল তত্ত্বকে আঁকড়ে খুঁজতে চান জীবনের মানে। কিন্তু বাউল তত্ত্ব আদৌ অতটা সহজ নয়। বিভিন্ন বাউল ও তাঁর সঙ্গীদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্রটাই তথ্যচিত্রে ধরার চেষ্টা করেছেন বলে জানালেন পরিচালক।

আরও পড়ুন, আব্রামকে বড় করতে কতটা সাহায্য করেন শাহরুখ? গৌরি বললেন…

এই তথ্যচিত্র প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিক্রম সম্পত এবং রাজীব শর্মা। মিউজিকের দায়িত্ব সামলেছেন রিকি কেজ। প্রসঙ্গত রিকি গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা। ফলে তাঁর কাজ নিয়ে আলাদা আগ্রহ রয়েছে দর্শক মহলে। বাউলদের নিয়ে এর আগেও কাজ হয়েছে। তবে সঠিক তথ্য এবং উপস্থানার মিশিলে এই তথ্যচিত্র দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী টিমের সকলে।